দুবাই: তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার। একটা সময় ভারতকেও কোচিং করিয়েছেন। ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন। সেই লালচাঁদ রাজপুতের (Lalchand Rajput) প্রশিক্ষণে এখন খেলছে সংযুক্ত আরব আমিরশাহি। বুধবার যাদের উড়িয়ে দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করেছে ভারত।
সংযুক্ত আরব আমিরশাহিকে কার্যত দাঁড়াতেই দেয়নি ভারত। মাত্র ৫৭ রানে অল আউট করে দেয়। যা টি-২০ ক্রিকেটে সংযুক্ত আরব আমিরশাহির সর্বনিম্ন স্কোর। ৯ উইকেটে ম্যাচ জেতে ভারত।
ম্যাচে ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ৪.১ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৪ উইকেট নিয়ে মোড় ঘুরিয়ে দেন। হারের পর সংযুক্ত আরব আমিরশাহির কোচ লালচাঁদ রাজপুত বলেছেন, 'সত্যি কথা বলতে কী, উইকেট ঘূর্ণি ছিল না। ব্যাটিং করার জন্য ভাল পিচ ছিল। তবে ভারতের স্পিনারদের দক্ষতা, বিশেষ করে রিস্টস্পিনারদের মুন্সিয়ানায় যে কোনও পিচে বল ঘোরাতে পারে। আর যেভাবে বল করছিল, যে লেংথে বল করছিল, তাতেই ফায়দা তোলে।'
সংযুক্ত আরব আমিরশাহির তোলা ৫৭ রানের মধ্যে দুই ওপেনার আলিশান শরাফু ও মহম্মদ ওয়াসিম করেন ৪১ রান। বাকি ৮ ব্যাটার মিলে তোলেন ১৬ রান! লালচাঁদ বলেছেন, 'আমাদের ব্যাটারদের কথা বলব, এই ধরনের স্পিনারদের বিরুদ্ধে ওরা আগে কখনও খেলেনি। প্রথম খেলল। ভারতের বড় নামদের অতিরিক্ত সমীহ করে ফেলেছে। আমাদের উচিত ছিল ২০ ওভার ব্যাটিং করা। তবে যাই হোক, আমার মতে এটাও শিক্ষণীয়।'
লালচাঁদ আরও বলেছেন, 'এটা আমাদের ছেলেদের কাছে বড় একটা মঞ্চ। আমাদের ছেলেরা অনেক কিছু শিখতে পারবে। আমি নিশ্চিত এই ধরনের ম্যাচ খেলে ওরা অনেক কিছু শিখতে পারবে।'