দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2025) অংশগ্রহণকারী আট দল ইতিমধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। মহাদেশ সেরার প্রতিযোগিতা শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। টুর্নামেন্টের ঠিক আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে বড় ঘোষণা করা হল। বদলে গেল টুর্নামেন্টে খেলা শুরুর সময়।

ভারত ও পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের জেরে ভারতে প্রাথমিকভাবে এবারের এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মরুদেশে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়ার সেরা হওয়ার লড়াই। তবে সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই জানিয়ে দেওয়া হল পূর্ব নির্ধারিত সময় নয়, তার থেকে আধ ঘণ্টা পরে শুরু হবে টুর্নামেন্টের সিংহভাগ ম্যাচ। স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬.৩০টা থেকে টুর্নামেন্টের ২০টি ম্যাচের ১৯টির খেলা শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায় শুরু হবে খেলা।

একমাত্র ওমান বনাম আমিরশাহির ১৫ সেপ্টেম্বরের ম্যাচটি একমাত্র পূ্র্বনির্ধারিত সময় অনুযায়ীই আয়োজিত হবে। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচটি হবে। এই মাঠেই কিন্তু ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে এশিয়া কাপ টুর্নামেন্টটি শুরু হবে। তবে হঠাৎ করেই টুর্নামেন্টের দিনকয়েক আগেই খেলা শুরুর সময় বদলে গেল কেন?

মরুদেশে সেপ্টেম্বর মাসেও প্রবল গরম থাকারই পূর্বাভাস। টুর্নামেন্টের চলাকালীন সকালে তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। সূর্য অস্ত গেলেও, সেই তাপমাত্রায় তেমন তারতম্য হবে না। এই বীভৎস গরম থেকে খানিক রেহাই পেতেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির ক্রিকেট বোর্ডের তরফে খেলাগুলিকে খানিকটা পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। টুর্নামেন্টের ব্রডকাস্টারদেরই এই অনুরোধ করা হয়। তাঁরা রাজি হওয়ায় টুর্নামেন্টের প্রায় সব ম্যাচই পূর্বনির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরে শুরু হতে চলেছে।     

ভারতে আসছে পাকিস্তান দল

ক্রিকেটে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বহুদিন ধরেই বন্ধই রয়েছে। কিন্তু ভারতের মাটিতে হতে চলা জুনিয়র হকি বিশ্বকাপ (Junior Hockey World Cup 2025) খেলতে আসছে পাকিস্তান হকি দল। চলতি বছরের শেষের দিকেই ভারতে বসতে চলেছে জুনিয়র হকি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেই পাকিস্তানের জুনিয়র হকি দল অংশ নিতে চলেছে। হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংহ এই বিষয়টি জানিয়েছেন। জুনিয়র হকি বিশ্বকাপের যে গ্রুপ বিন্যাস করা হয়েছে, তাতে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। তাই এদেশের মাটিতেই ভারত-পাক দ্বৈরথের সাক্ষীও থাকতে পারবেন হকিপ্রেমীরা