আমিরশাহি: আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। তার আগে এবার এশিয়া কাপও কুড়ির ফর্ম্য়াটেই হতে চলেছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিশাহিতে শুরু হওয়ার কথা এই এশিয়া কাপ। মোট আটটি দল দুটো গ্রুপে ভাগ করে খেলা উচিৎ। এখনও পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে যতবার হয়েছে, সব মিলিয়ে মাত্র ২ জন ব্যাটারই এই টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকাতে পেরেছেন কুড়ির ফর্ম্যাটে। কারা তাঁরা - - - - 

প্রথমবার এশিয়া কাপ কুড়ির ফর্ম্য়াটে হয়েছিল ২০১৬ সালে। সেই টুর্নামেন্টে হংকংয়ের বাবর হায়াট প্রথম ব্যাটার ছিলেন যিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওমানের বিরুদ্ধে ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ২০২২ সালে ফের একবার এশিয়া কাপের আসর বসে টি-টোয়েন্টিতে। সেই টুর্নামেন্টে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেটিই বিরাটের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের একমাত্র শতরানের ইনিংস। কোহলি টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও হংকংয়ের জার্সিতে হায়াট কিন্তু এবারও খেলতে নামবেন। 

এবারের এশিয়া কাপে ভারতের ওপেনিং স্লটে দেখা যাবে অভিষেক শর্মা ও শুভমন গিলকে। প্রায় এক বছরের বেশি সময় পরে এই ফর্ম্যাটে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে শুভমন গিলের। টেস্টে এখন জাতীয় দলের নেতৃত্বে তিনি। ইংল্যান্ডে ব্যাট হাতে ৭৫৪ রান করেছেন পাঁচ ম্য়াচে। তাই নির্বাচকরা ফর্মে থাকা গিলকে কুড়ির ফর্ম্য়াট থেকেও বাইরে রাখতে সাহস দেখাননি। গিল আসন্ন টুর্নামেন্টে ভারতের সহ অধিনায়কও। 

এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। এখনও পর্যন্ত ওয়ান ডে ও টি-টোয়েন্ট ফর্ম্য়াট মিলিয়ে এই টুর্নামেন্টে মোট সাতবার জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ১৯৮৪ সালে প্রথমবার উদ্বোধনী এশিয়া কাপ জিতেছিল ভারত। এরপর থেকে ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ ও ২০২৩ মরশুমে এশিয়া কাপ জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। শেষবার ২০২৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে ভারত খেতাব জেতে। সেই ম্য়াচে একাই ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। যদিও তাঁকে আসন্ন টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে। 

ভারতের টুর্নামেন্টে অভিযান শুরু ১০ সেপ্টেম্বর আমিরশাহির বিরুদ্ধে। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচটি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল খেলতে নামবে আগামী ১৪ সেপ্টেম্বর। সেদিন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে কে শেষ হাসি হাসে সেটাই দেখার।