নয়াদিল্লি: ভারত-পাকিস্তান এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে করমর্দন-বিতর্কে ফের মুখ পুড়ল পাকিস্তানের (Pakistan Cricket Team)। শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি খারিজই করল আইসিসি। পিসিবির তরফে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণের দাবি খারিজ করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এশিয়া কাপের ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হচ্ছে না অ্যান্ডি পাইক্রফ্টকে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা পিসিবিকে চিঠি দিয়ে আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে অভিযোগ ছিল মাঠে দু'দেশের দ্বন্দ্বে উস্কানি দিয়েছেন পাইক্রফ্ট। সেই মর্মেই ম্যাচ রেফারির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ এনেই পাক বোর্ডের তরফে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি লেখা হয়েছিল। তবে পড়শি দেশের বোর্ডের সেই দাবি খারিজ করা হয়েছে বলেই খবর। পাকিস্তানের তরফে পাইক্রফ্টের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দেওয়া হয়েছিল বলেও শোনা যায়। পাকিস্তানের বিরুদ্ধেই সিদ্ধান্ত গিয়েছে। এবার কি তাহলে তাঁরা কালকের ম্যাচ খেলবে না? উঠছে প্রশ্ন।

পাকিস্তান বনাম আমিরশাহি ম্যাচ না হলে, তাতে এশিয়া কাপ কী প্রভাব পড়বে? পাকিস্তান আপাতত দুই ম্য়াচের মধ্যে একটিতে জিতে গ্রুপ 'এ'-তে দ্বিতীয় স্থানে রয়েছে। আমিরশাহির দখলেও দুই পয়েন্ট রয়েছে। দুই দলের কালকের ম্যাচের জয়ী দলই ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসাবে 'সুপার ফোর'-এ প্রবেশ করে।

ভারতীয় দল নিজেদের প্রথম দুই ম্যাচে ওমান এবং পাকিস্তানকে দূরমুশ করে জয় পেয়েছে। এই দুই জয়ের ফলে ভারতীয় দলই বর্তমানে গ্রুপ 'এ'-র শীর্ষে রয়েছে। ওমানের বিরুদ্ধে আমিরশাহি জয় পাওয়ার পর এটা নিশ্চিত যে এই গ্রুপে সর্বাধিক দুই দলই চার পয়েন্ট অর্জন করতে পারবে। তাই ভারতীয় দল প্রথম হোক বা দ্বিতীয় স্থানে হোক, শেষ চারে যাবেই। আপাতত পাকিস্তানই এই গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু আমিরশাহির জয়ে পাকিস্তানের চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান কালকের ম্যাচ বয়কট করলে আমিরশাহিকে দুই পয়েন্ট দেওয়া হবে এবং ম্যাচের বিজেতা হিসাবে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে মহম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন দলই পরের রাউন্ডে পৌঁছে যাবে।

তবে প্রাথমিকভাবে ম্যাচ বয়কটের ডাক দিলেও তাঁরা মতবদল করেছে বলেই খবর। এই বিষয়ে অবগত এক সূত্র TOI-কে জানান, 'পিসিবির এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম। আমরা এমনটা করলে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি আমাদের কড়া শাস্তি দেবে, এটা পিসিবির পক্ষে সম্ভবপর নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টেডিয়ামগুলি নতুন করে সাজানোর পর বোর্ডের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়।'