নয়াদিল্লি: রাত পোহালেই দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন। ৭৫-এ পা দেবেন নরেন্দ্র মোদি। তাঁর জন্মদিনের আগেই নরেন্দ্রে মোদি (Narendra Modi) পেয়ে গেলেন বিশেষ উপহার, তাও আবার মেসির (Lionel Messi) থেকে। ভারতের রাষ্ট্রনেতার জন্য কী উপহার পাঠালেন আর্জেন্তিনার বিশ্বজয়ী অধিনায়ক? মেসির তরফে মোদির জন্য নিজের সই করা একটি জার্সি পাঠানো হয়েছে।

Continues below advertisement

এই বছরেরই শেষের দিকে ভারতে আসছেন লিওনেল মেসি। ১৩ থেকে ১৫ ডিসেম্বর তিন মেট্রো সিটি কলকাতা, নয়াদিল্লি ও মুম্বইয়ে যাবেন 'এলএম১০'। তার আগেই প্রধানমন্ত্রীর জন্য এই বিশেষ উপহার পাঠানো হল। মেসির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করানোরও চেষ্টা চালানো হচ্ছে। IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে শতদ্রু দত্ত জানান, 'নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে লিওনেল মেসি সই করা একটি জার্সি পাঠিয়েছেন। ওঁ যখন ভারতে আসবেন, তখন ওঁর সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করানোর চেষ্টা করা হচ্ছে। ভারতীয় সমর্থকদের জন্য ওঁ শুভেচ্ছা পাঠিয়েছেন এবং প্রথমবার নয়াদিল্লি ও মুম্বইয়ে নিজের সমর্থকদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে ওঁ খুবই খুশি।'

প্রসঙ্গত, অতীতে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্যও মেসি কিন্তু নিজের সই করা জার্সি উপহার পাঠিয়েছিলেন। এক্স হ্যান্ডেলে নিজেই মেসির-সই সম্বলিত সেই জার্সির ছবি শেয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'পাড়ার মাঠে ফুটবলে লাথি মারা বাংলার প্রত্যেকটা মানুষের মতো আমার শিরাতেও দৌড়াচ্ছে ফুটবলের প্রতি আবেগ। আজ সেই আবেগ বিশেষ জায়গা পেল। কারণ, লিওনেল মেসির সই করা একটি জার্সি পেলাম আমি।" তাঁর সংযোজন, "ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সকলকে বেঁধে রেখেছে। এবং মেসি, বল নিয়ে যিনি শিল্পী হয়ে ওঠেন, আমাদের সময়ের ওস্তাদ। বাংলা যে প্রতিভার প্রশংসা করে তার প্রতীকী রূপ। এই জার্সি বাংলা ও এই সুন্দর খেলাটার মধ্যে কখনো না ভাঙা এক সংযোগের প্রতীক।'

Continues below advertisement

মেসি নিজে তো ডিসেম্বরে এদেশে আসবেনই। তবে নভেম্বরও তাঁর এদেশে আসার কথা, তাও আবার গোটা আর্জেন্তিনা দলকে সঙ্গে নিয়েই।নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডো রয়েছে। সেই উইন্ডোতে অ্যাঙ্গোলার লাউন্ডা এবং কেরলে আলবিসেলেস্তেরা দুইটি ম্যাচ খেলবে। সেই ম্য়াচ দুইটিতে আর্জেন্তিনার প্রতিপক্ষ কোন দল হবে তা এখনও নির্ধারিত হয়নি। তবে সেই ম্যাচ যে খেলা হবে, তা সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে আগেই। ফলে মাসখানেকের মধ্যে দেশবাসীরা দুইবার মেসি-দর্শনের সুযোগ পেতে পারেন।