দুবাই: সপ্তাহান্তেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ। রবিবার, ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হবে। ভারতীয় দল আমিরশাহিকে দুরমুশ করে ইতিমধ্যেই এশিয়া কাপের (Asia Cup 2025) শুরুটা খানিকটা স্বপ্নের মতোই করেছে। পাকিস্তান শুক্রবার, ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। তবে মেগাটুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তান (Pakistan Cricket Team) শিবিরে উদ্বেগ।

Geo News-র রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা (Salman Ali Agha) বুধবার, ১০ সেপ্টেম্বর দলের অনুশীলনে অংশ নেননি। তাঁকে গলায় একটি ব্যান্ডেজ পরিহিত অবস্থায় দেখা যায়। পাক অধিনায়ক ফিটনেস সংক্রান্ত সমস্ত অনুশীলন এড়িয়ে যান। তিনি না ওয়ার্ম আপ করেন, না হালকা ফুটবল ড্রিলে অংশ নেন। তাঁর ব্যাক স্প্যাজ়ম রয়েছে বলে সলমন ব্যান্ডেজ গলায় ঘুরছিলেন বলে খবর। এর জেরেই পাক সমর্থকদের উদ্বেগ বেড়েছে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই সমস্ত সংশয়, উদ্বেগই নস্যাৎ করে জানিয়ে দেওয়া হয়েছে যে চিন্তার কোনও কারণ নেই। সলমনের অনুশীলনে অংশ না নেওয়াটা কেবল সতর্কতা নেওয়া ছাড়া আর কিছুই নয়। সলমনের ফিটনেস নিয়ে চিন্তার কিছু নেই এবং তিনি পুরো এশিয়া কাপেই খেলার জন্য উপলব্ধ থাকবেন।

প্রসঙ্গত, এই টুর্নামেন্টে ভারতীয় দলকেই বিশেষজ্ঞরা 'ফেভারিট-র তকমা দিয়েছেন। তবে সলমন কিন্তু এইসব তকমা মানেন না। তাঁর মতে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেভারিট বলে কিছু হয় না। প্রাক টুর্নামন্ট সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়ককে বলতে শোনা যায়, 'টি-টোয়েন্টি ক্রিকেটে কেউ ফেভারিট হয় বলে আমি অন্তত মনে করি না। ওই নির্দিষ্ট দিনে ভাল ক্রিকেট খেলতে হবে। টি-টোয়েন্টিতে সবকিছুই তো অত্যন্ত দ্রুত হয়। এক, দুই ওভারেই ম্য়াচের মোড় সম্পূর্ণ ঘুরে যায়।'

এই টুর্নামেন্টের আগে মরুদেশেই আফগানিস্তান ও আমিরশাহির বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ় খেলে প্রস্তুতি সেরেছে পাকিস্তান। সেই সিরিজ় পাকিস্তান জিতেওছে। এশিয়া কাপের নিয়েও সলমনকে বেশ ইতিবাচকই শোনায়। 'আমার মনে হয় এই বিগত কয়েক মাস ধরে আমরা বেশ ভাল ক্রিকেট খেলছি। আমাদের পরিকল্পনাগুলি ধীরে ধীরে কাজে দিচ্ছে এবং দলগতভাবে ভাল খেলছি আমরা। এই টুর্নামেন্ট খেলার জন্য সকলেই বেশ উত্তেজিত। আমরা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি' বলেন পাকিস্তান অধিনায়ক।

এবার দেখার সলমনরা মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে কেমন পারফর্ম করেন।