দুবাই: রাত পোহালেই মেগা দ্বৈরথ। ভারত ও পাকিস্তান (IND vs PAK) 'সুপার সানডে'-তে একে অপরের মুখোমুখি হতে চলেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই বাড়তি উত্তেজনা, উন্মাদনা আর প্রবল চাপ। দুই যুযুধান প্রতিপক্ষের ম্যাচের গুরুত্ব বরাবরই একটু বেশি। তবে এই ম্য়াচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ পাকিস্তানের তরুণ ওপেনার সঈম আয়ুব (Saim Ayub)। 

ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে তাঁকে ভারতের বিরুদ্ধে ২২ গজের মহাযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, তাঁদের মূল লক্ষ্য কিন্তু এশিয়া কাপ জয়। তিনি বলেন, 'আমরা শুধু ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি তেমনটা নয়, আমার প্রধান লক্ষ্য তো টুর্নামেন্টটা জেতা। আমরা সবার বিরুদ্ধে নির্ভীকভাবে নিজেদের ক্রিকেটটা খেলার চেষ্টা করি।'

তবে আর পাঁচজন বোলারের বিরুদ্ধে ব্য়াটিংয়ের থেকে মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরার বিরুদ্ধে ব্যাটিং করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং বলে অনেক বিশেষজ্ঞই মনে করেন। বুমরার বিরুদ্ধে ব্য়াটিংয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে আয়ুব জানান, 'হ্যাঁ, চ্যালেঞ্জ তো থাকবেই। কোনও ম্যাচে প্রতিপক্ষের যে কোনও বোলারের বিরুদ্ধেই চ্যালেঞ্জ থাকে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল কোন পথে দলের জয় আসবে, তা খুঁজে বের করে জয়টা সুনিশ্চিত করা।'

ভারতীয় দল দুরন্তভাবে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহিকে কার্যত দাঁড়াতেই দেননি কুলদীপ যাদবরা। ৫৭ রানেই আমিরশাহিকে অল আউট করে দেয় টিম ইন্ডিয়া। বল হাতে কুলদীপ যাদব চার ও শিবম দুবে তিনটি উইকেট নেন। স্বল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অভিষেক শর্মা ও শুভমন গিলের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে মাত্র ২৭ বলেই ম্যাচ শেষ করে দেয় ভারত। নয় উইকেটে জয় পায় সূর্যকুমারের নেতৃত্বাধীন দল।

পাকিস্তানও কিন্তু প্রায় একইরকমভাবে দাপুটে মেজাজে নিজেদের অভিযান শুরু করেছে। ব্যাট হাতে ওমানের বিরুদ্ধে পাকিস্তান খুব বড় রান তুলতে পারেনি, তবে দুরন্ত বোলিংয়ে ভর করেই জয় পেলেন সলমন আলি আগারা। ৯৩ রানে ম্যাচ জিতে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। দলের হয়ে বোলিংয়ে সুফিয়ান মুকিম, ফাহিম আশরাফ ও সঈম আয়ুব তিনজনেই দুইটি করে উইকেট নেন।

ব্যাট হাতে অবশ্য পাকিস্তানের হয়ে নজর কাড়েন পাকিস্তান দলের কিপার-ব্যাটার মহম্মদ হ্যারিস সাতটি চার ও তিনটি ছক্কাসমেত ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেন হ্যারিস। তাঁর ব্যাটে ভর করেই পাকিস্তান বোর্ডে ১৬০ রান তুলতে সক্ষম হয়।  ১৬১ রান তাড়া করতে নেমে মাত্র ৬৭ রানেই অল আউট হয়ে যায় ওমান। 

মেগা ম্যাচের আগে তাই দুই দলই যে ছন্দে, তা বলাই বাহুল্য। এবার অপেক্ষা ম্যাচ শুরুর।