মুম্বই: ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্য়াচ নিয়ে এবার শিবসেনা নেতার হুঁশিয়ারি। মহারাষ্ট্রের সোলারপুরের শিবসেনা নেতা কড়া বার্তা দিয়েছেন তাঁর এলাকার হোটেল মালিকদের। কোনওভাবেই যেন ভারত-পাকিস্তান ম্য়াচ দেখানোর বন্দোবস্ত করা না হয়। নিজের সোশ্য়াল মিডিয়ায় এক ভিডিও বার্তায় শিবসেনা নেতা শরদ কোলি একটি ব্যাট কাঁধে নিয়ে বার্তা দিয়েছেন, ''পাকিস্তান মহারাষ্ট্রের ও এই দেশের বোনেদের সিঁদুর মুছে দিয়েছে। আমি এখানকার সব হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ভারত-পাকিস্তান ম্য়াচ যেন কোনও চ্যানেলে না দেখানো হয়। যদি নিজের দেশকে ভালবাসেন, তবে কখনওই এই ম্য়াচ চালাবেন না আপনারা।''
শিবসেনা নেতা আরও জানিয়েছেন, ''যদি আমি কোনও হোটেল মালিককে দেখি যে ভারত ও পাকিস্তান ম্য়াচ তাঁদের হোটেলের টিভি স্ক্রিনে চালিয়ে রেখেছে, তাহলে আমরা কিন্তু সেই হোটেল ভেঙে দেব এই ব্য়াট দিয়েই। হোটেলের মালিক ও ডিরেক্টরা তার জন্য তখন দায়ী হবেন।'' রীতিমত কিন্তু হুঙ্কার দিয়ে রাখলেন এই শিবসেনা নেতা। যদিও পার্টির তরফে কোনও সরকারি বিবৃতি এই বিষয়ে এখনও দেওয়া হয়নি।
এদিকে, এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের ২৪ ঘণ্টা আগে মহুয়া মৈত্রের বিস্ফোরক পোস্ট। কেন্দ্র ও অমিত শাহ-পুত্র আইসিসি-র চেয়ারম্যান জয় শাহ-কে নিশানা করে পোস্ট। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলছেন, ''পাকিস্তানে রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। কিন্তু, রক্ত ও ক্রিকেট যে একসঙ্গে চলতে পারে তা স্পষ্ট। বিশেষত, যখন অমিত শাহর 'প্রতিভাধর' পুত্রের মোটা অঙ্কের মুনাফা তার ওপর নির্ভর করে।''
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল ভয়ঙ্কর জঙ্গি-হামলার সাক্ষী থেকেছে পহেলগাঁও। বেছে বেছে হিন্দু পর্যটকদের তাঁদের পরিবারের সদস্যদের সামনে খুন করা হয়। পাকিস্তানকে পাল্টা প্রত্য়াঘাত করতে অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারতীয় সেনা! একাধিক জঙ্গি শিবিরের পর, গুঁড়িয়ে দেওয়া হয়, পাক বায়ুসেনার একাধিক ঘাঁটি। এরপর সিন্ধু জলবণ্টন চুক্তিও স্থগিত করে দেয় ভারত। পাকিস্তানকে হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, 'সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর জল আর রক্তও একসঙ্গে বইতে পারে না।' নরেন্দ্র মোদির এই বক্তব্যকেই হাতিয়ার করে, সোশ্য়াল মিডিয়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, 'পাকিস্তানে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। কিন্তু রক্ত আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে। বিশেষ করে, অমিত শাহর 'একমাত্র যোগ্য়তাসম্পন্ন' পুত্রের ভাগ্য় এর ওপর নির্ভর করে। সেরা দলই জয়লাভ করুক।'