দুবাই: চারিদিকে ভারত-পাক (India vs Pakistan) ম্য়াচ বয়কটের ডাক উঠেছে। এশিয়া কাপে (Asia Cup 2025) আজ রবিবার ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দেশ ২২ গজের লড়াইয়ে খেলতে নামবে একসঙ্গে। কিন্তু কাশ্মীরে জঙ্গি হামলার পর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে পাকিস্তানের সঙ্গে খেলা থেকেও বিরত থাকার ডাক উঠেছে। কেন্দ্রীয় সরকার ও বিসিসিআইকেও কাঠগড়ায় তোলার হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে বাইরে কী হচ্ছে তাতে নয়, মাঠের প্রস্তুতি ও ম্য়াচের দিকেই মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। 

ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকে। তিনি এসে জানান, ''এটা ভীষণই একটা আবেগপ্রবণ বিষয়। দেশের মানুষের ভাবনার প্রতি শ্রদ্ধাশীল ক্রিকেটাররা। নিজেদের টিম মিটিংয়েও আমরা এই নিয়েই আলোচনা করেছি। সরকারের নির্দেশিকা মেনেই শুধুমাত্র ক্রিকেট খেলতেই প্লেয়াররা এসেছেন।''