দুবাই: এশিয়া কাপ (Asia Cup 2025) আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে । ৯ই সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকংয়ের মধ্যে প্রথম ম্যাচটি খেলা হবে । টুর্নামেন্টে ভারত তাদের অভিযান শুরু করছে দ্বিতীয় দিনই । ভারতীয় দল ১০ই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে । উল্লেখ্য যে, টুর্নামেন্টের জন্য ভারতীয় দল বৃহস্পতিবারই দুবাই পৌঁছে গিয়েছিল । সেখানে আইসিসি অ্যাকাডেমির মাঠে শুক্রবার খেলোয়াড়রা প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন । ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলকে সব সময় উৎসাহ জোগানোর কাজ করেছেন, উপলব্ধি শিবম দুবের । মুম্বইয়ের ক্রিকেটার কোচকে নিয়ে মন্ত্রমুগ্ধ ।

এশিয়া কাপের ঠিক আগে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে অলরাউন্ডার শিবম দুবে সেই কথাগুলো পুনরাবৃত্তি করেছেন, যা গৌতম গম্ভীর পুরো দলকে উৎসাহ দেওয়ার জন্য বলেছিলেন । দুবে বলেছেন, "দলের পরিবেশ খুবই ভাল, তাই খুব মজা হচ্ছে । আজ ক্রিকেটে ফিরে এসে মনে হচ্ছে, আমরা আবার মাঠ কাঁপাতে প্রস্তুত । কোচ সবসময় প্রত্যেক খেলোয়াড়কে একই কথা বলেছেন যে, 'যখনই আপনি দেশের জন্য খেলেন, আপনার কাছে নতুন কিছু করার সুযোগ থাকে ।"

অধিনায়ক সূর্যকুমার দলের কাছ থেকে কী আশা করেন?                     

এশিয়া কাপে সূর্যকুমার যাদব ভারতীয় দলের নেতৃত্ব দেবেন । তিনি দলের কাছ থেকে আশা করেন যে, প্রত্যেক খেলোয়াড় আগের মতোই দেশের জন্য পুরো শক্তি দিয়ে খেলবে । তিনি বলেন, "আমার চারপাশে এত ভাল খেলোয়াড়দের দেখে এবং তাদের মাঠে অনুশীলন করতে দেখে আমার মুখে সবসময় হাসি থাকে । তারা যেভাবে নিজেদের উজাড় করে দেয়, এশিয়া কাপে আমি তাদের কাছ থেকে তেমনটাই আশা করব ।" 

 

ভারতের এশিয়া কাপের সময়সূচি          

ভারতীয় দল তাদের এশিয়া কাপ অভিযান ১০ই সেপ্টেম্বর UAE-এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করবে । এরপর তাদের ১৪ই সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে খেলতে হবে । গ্রুপ পর্বে ভারতীয় দলের শেষ ম্যাচ ১৯শে সেপ্টেম্বর ওমানের সঙ্গে হবে ।