মুম্বই: সেপ্টেম্বর মাস শুরু হওয়ার পর থেকেই সকলের নজর ভারতীয় ক্রিকেট বোর্ডের (The Board of Control for Cricket in India) দিকে। কারণ, এ মাসেই হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। বদল হবে ভারতীয় বোর্ডের মসনদে? নাকি পুরনো মুখদেরই দেখা যাবে বিভিন্ন পদে?

কৌতূহল নিরসনের পালা আসন্ন। শনিবার বার্ষিক সাধারণ সভার (AGM) দিনক্ষণ ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বোর্ডের ৯৪তম এজিএম আয়োজিত হতে চলেছে ২৮ সেপ্টেম্বর, রবিবার। সেদিনই দুর্গাপুজোর মহাষষ্ঠী। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে বেলা সাড়ে এগারোটায় আয়োজিত হতে চলেছে এজিএম। সেদিনই নির্ধারিত হয়ে যাবে, বোর্ড প্রেসিডেন্ট ও অন্যান্য পদাধিকারী কারা হবেন।

এজিএম নিয়ে সব রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে নোটিশ পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানিয়েছেন যে, বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদে কারা থাকবেন, নির্ধারিত হবে ২৮ সেপ্টেম্বর। সেই সঙ্গে সেদিনই ঠিক হবে অ্যাপেক্স কাউন্সিলে জেনারেল বডি ও ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (Indian Cricketers’ Association) থেকে কারা প্রতিনিধিত্ব করবেন।

পাশাপাশি আইপিএল গভর্নিং কাউন্সিলের দুই সদস্যকেও বেছে নেওয়া হবে। সেই সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে আইপিএল গভর্নিং কাউন্সিলে কে থাকবেন, সেটাও নির্ধারিত হেব বার্ষিক সাধারণ সভায়। উইমেন্স প্রিমিয়ার লিগ কমিটিও গঠিত হবে। বোর্ডের ওম্বাডসম্যান ও এথিক্স অফিসার কারা হবেন, সেটাও নির্ধারিত হবে। পাশাপাশি স্ট্যান্ডিং কমিটি, ক্রিকেট কমিটি ও আম্পায়ার্স কমিটি গঠিত হবে।

শোনা যাচ্ছে, বার্ষিক সাধারণ সভার আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বোর্ড কর্তারা। সেদিনই নির্ধারিত হয়ে যাবে, কারা বিভিন্ন পদে প্রার্থী হবেন। সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদে যাঁরা আছেন, তাঁদেরই থেকে যাওয়ার সম্ভাবনা। তবে সত্তর পূর্ণ করে ফেলা রজার বিনির পরিবর্তে কে হবেন বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টই বা কে হবেন, সেটা ঠিক করা হবে এজিএমে।

বোর্ডের প্রেসিডেন্ট কে হবেন? বিভিন্ন সূত্রের খবর, দৌড়ে মোটামুটিভাবে দুজন। একজন প্রাক্তন ক্রিকেটার। অনেকে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নাম ভাসিয়ে দিচ্ছেন। সেই সঙ্গে বোর্ডের বর্তমান ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লর কথাও বলা হচ্ছে। রাজীব শুক্লকে নিয়ে তিন ধরনের সমীকরণ রয়েছে। হতে পারে তিনি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসাবেই থেকে গেলেন। অথবা তাঁকেই বোর্ড প্রেসিডেন্ট করা হতে পারে। বোর্ডের একাংশের মতে, রাজীবকে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান করা হতে পারে।

কারও কারও মতে, আইপিএল গভর্নিং কাউন্সিলে ফিরতে পারেন বোর্ডের প্রাক্তন কোষাধ্যক্ষ, হরিয়ানা ক্রিকেট সংস্থার অনিরুদ্ধ চৌধুরী। জল্পনা চলছে, সিএবি থেকে আইপিএল গভর্নিং কাউন্সিলে যাওয়া অভিষেক ডালমিয়াকে আইপিএল চেয়ারম্যান করা হতে পারে কি না তা নিয়ে। মনে করা হচ্ছে, শীর্ষকর্তাদের বৈঠকে এজিএমের আগেই ঠিক হয়ে যাবে বোর্ডের রূপরেখা।