মুম্বই: এশিয়া কাপ ২০২৫-এর (Asia Cup 2025) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করা হয়েছে। এবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে হতে চলেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ১৯শে অগাস্ট এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার ঘোষণা করে। তবে ভারতের ১৫ সদস্যের দলে শ্রেয়স আইয়ারকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই বিষয়ে শ্রেয়সের বাবা সন্তোষ আইয়ার বিসিসিআই-এর নির্বাচন নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

শ্রেয়স আইয়ারের বাবার আক্রমণ

শ্রেয়স আইয়ারের বাবা সন্তোষ আইয়ার একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমি জানি না শ্রেয়সকে ভারতের টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আর কী করতে হবে। দিল্লি ক্যাপিটালস থেকে কলকাতা নাইট রাইডার্স এবং কেকেআর থেকে পঞ্জাব কিংস পর্যন্ত আইয়ার প্রতি বছর আইপিএলে ভাল পারফর্ম করছে'। শ্রেয়সের বাবা আরও বলেন, 'ও ২০২৪ সালে অধিনায়ক হিসেবে কেকেআরকে আইপিএল খেতাব জিতিয়েছে এবং ২০২৫ সালে পঞ্জাব কিংসের অধিনায়কত্ব করে দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছে।'

সন্তোষ আইয়ার বিসিসিআইকে আক্রমণ করে আরও বলেন, 'আমি বলছি না যে তোমরা ওকে ভারতীয় দলের অধিনায়ক বানাও, তবে অন্তত ওকে দলে নির্বাচন করো।' শ্রেয়স সম্পর্কে বলতে গিয়ে সন্তোষ আইয়ার বলেন, 'ও সবসময় শুধু এটাই বলে যে, এটা আমার কপাল। আপনি এতে কিছু করতে পারবেন না। ও সবসময় শান্ত থাকে। ও কখনওই কারও উপর অভিযোগও করে না, তবে ভিতর থেকে বেশ হতা হয়।'

IPL 2025-এ শ্রেয়স আইয়ারের ঝড়

গত আইপিএলে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স চোখধাঁধানো ছিল। আইয়ারের অধিনায়কত্বে পঞ্জাব কিংস ১১ বছর পর আইপিএল প্লে অফের জন্য কোয়ালিফাই করেছিল। এছাড়াও আইয়ার অধিনায়কত্বের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করে ১৭ ম্যাচে ৫০.৩৩ গড়ে ৬০৪ রান করেন। আইপিএলের ১৮তম মরশুমে এই ডানহাতি ব্যাটসম্যানের সেরা স্কোর ছিল অপরাজিত ৯৭ রান। আইপিএলের গত মরশুমে আইয়ার পাঁচবার নট আউট ছিলেন।

এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতীয় দল 

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং রিঙ্কু সিংহ।