দুবাই: এই মুহূর্তে এশিয়া কাপ খেলছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এশিয়া কাপে(Asia Cup 2025) পরপর দুটো ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপে শেষ ম্যাচ ওমানের বিরুদ্ধে। সেই ম্যাচে নামার আগে নতুন রেকর্ড গড়ার হাতছানি সূর্যকুমারের সামনে। আর এই রেকর্ডে এবার বিরাট কোহলিকেও টেক্কা দিতে পারেন কুড়ির ফর্ম্যাটে ভারত অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেটে দেরিতে শুরু করলেও কুড়ির ফর্ম্যাটে দেশের অন্যতম সেরা ক্রিকেটার এখন সূর্যকুমারই। দেশের অধিনায়কও এখন ডানহাতি ব্যাটারই। এখনও পর্যন্ত ৮৫ ম্যাচ খেলে ২৬৫২ রান করেছেন ১৬৬-র ওপর স্ট্রাইক রেটে। নন ওপেনার হিসেবে ভারতীয়দের মধ্যে এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক এখনও পর্যন্ত বিরাট কোহলি। নন ওপেনারদের মধ্যে প্রথম পাঁচে আছেন সূর্যকুমার। শীর্ষস্থানে আছেন বিরাট কোহলি। তিনি ৩৬৩৭ রান করেছেন। এই তালিকায় মুম্বই ব্যাটার পাঁচ নম্বরে থেকে ২৫১৭ রান করেছেন। তালিকায় মাঝের তিনজন হলেন ডেভিড মিলার, শাকিব আল হাসান ও গ্লেন ম্যাক্সওয়েল।
এখনও পর্যন্ত সূর্য আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ৪ ম্যাচে ওপেন করেছেন। এছাড়া তিন নম্বর পজিশনে ২৫ বার নেমেছেন। চলতি এশিয়া কাপেও ভারত অধিনায়ককে ২টো ম্যাচেই ৩ নম্বরে ব্যাটিং করতে দেখা গিয়েছে। চার নম্বর পজিশনে ৪৬ বার ব্যাটিং করেছেন সূর্য। ৬ নম্বর পজিশনে ৫ বার ব্যাটিং করেছেন।
এদিকে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতীয় প্লেয়ারদের পাক প্লেয়ারদের সঙ্গে হাত না মেলানো নিয়ে প্রথমবার মুখ খুললেন এক বিসিসিআই আধিকারিক। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এক বিসিসিআই আধিকারিক বলেন, 'নিয়মটা ঠিক করে পড়লে কিন্তু দেখা যাবে এই করমর্দনের বিষয় কোথাও কিছু লেখা নেই। এটা ওই সৌজন্যটুকুই যা রীতিতে পরিণত হয়েছে, কিন্তু এর কোনও নিয়ম নেই। গোটা বিশ্বজড়ে সকলে এটাই মেনে চলে। যেখানে কোনও নিয়মই নেই, সেখানে ভারতীয় ক্রিকেট দলের প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোটা বাধ্যতামূলক নয়, বিশেষত যেখানে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে একটা বিবাদ রয়েছে।'
ভারতের প্লেয়ারদের ব্যবহারের পালটা খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি পাক অধিনায়ক সলমন আলি আঘা। এমনকী ম্যাচ রেফারির নামেও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছি পিসিবি। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি। পিসিবির দাবি খারিজ করে দেয় আইসিসি।