দুবাই: এশিয়া কাপ ম্যাচশেষে পাকিস্তানের বিরুদ্ধে করমর্দন না করায় অনেকেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সমালোচনা করেছিলেন অনেকেই। তাঁর ক্রিকেটীয় মনোভাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তবে ঠিক পরের ম্য়াচেই ওমান ক্রিকেটারদের সঙ্গে ম্য়াচ শেষে কথোপকথনের পাশাপাশি তাঁদের মূল্যবান টিপস দিতে দেখা গিয়েছিল সূর্যকে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) শুক্রবার, ২৬ সেপ্টেম্বর 'সুপার ফোর'-র ম্য়াচ শেষে নিজের কর্মকাণ্ডে ফের একবার মন জিতলেন ভারতীয় অধিনায়ক।
এশিয়া কাপের অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থার তরফে সদ্যই একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে সূর্যকুমারকে ম্যাচ শেষে শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের (Dunith Wellalage) দিকে এগিয়ে গিয়ে তাঁর সঙ্গে কাঁধে হাত রেখে বেশ কিছুটা সময় কথা বলতে দেখা যায়। আসলে সূর্যকুমার ভেল্লালাগেকে সান্ত্বনা দিচ্ছিলেন। এই এশিয়া কাপ চলাকালীনই সদ্যই দুনিথের পিতৃবিয়োগ হয়।
ঘটনাটি ঘটে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচের সময়। ম্যাচে ভেল্লালাগের পারফরম্যান্স বেশ হতাশাজনকই ছিল। ২২ বছর বয়সি লঙ্কান ক্রিকেটার ভেল্লালাগেকে দ্বীপরাষ্ট্রের সেরা প্রতিভাদের মধ্যে অন্য়তম হিসাবে গণ্য করা হয়। অনূর্ধ্ব ১৯ দল থেকে উঠে আসা এই অলরাউন্ডার ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে তিন ফর্ম্য়াট খেলে ফেলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে বৃহস্পতিবার কেরিয়ারে পঞ্চম বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ ছিল তাঁর। বল হাতে চার ওভারে ৪৯ রান দেওয়ার পাশাপাশি মহম্মদ নবির বিরুদ্ধে পাঁচ ছক্কা হজম করে ভেল্লালাগের ব্যক্তিগত পারফরম্যান্স বেশ হতাশাজনকই ছিল।
তবে দল জিতেছে। তাই সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি। ঠিক এমন সময়েই দলের ম্যানেজার ও কোচ সনৎ জয়সূর্যকে সাইড স্ক্রিনের পাশে ভেল্লালাগেকে আলাদাভাবে ডেকে নিয়ে শোকবার্তা দিতে দেখা যায়। মুহূর্তেই তরুণের মুখের ভাবভঙ্গিমা বদলে যায়। কোনওক্রমে মাঠে রাখা নিজের ব্যাট নিয়ে ধীরে ধীরে সাজঘরে ফিরে যান ভেল্লালাগে। এই ঘটনার পর প্রবল মনোবলের ভর করে ভেল্লালাগে শ্রীলঙ্কান দলে পুনরায় যোগদান করেন। সেই তরুণ তুর্কিকেই ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সান্ত্বনা দেন।
ওমান ম্যাচশেষে ক্রিকেটারদের টিপস দেওয়া যদি সূর্যর ক্রিকেটীয় মনোভাবের পরিচয়বাহক হয়, তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শেষে এই ঘটনা মানুষ হিসাবে সূর্যকুমার কেমন, তা প্রমাণ করে দেয়।