দুবাই: আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে ভারত। শুরু করবে তাঁদের এশিয়া কাপ অভিযান। আর টুর্নামেন্ট শুরুর আগেই আরও এক ভারতীয়র থেকে কড়া হুঁশিয়ারি পেলেন গৌতম গম্ভীর ও তাঁর দল। তিনি লালচাঁদ রাজপুত। সংযুক্ত আরব আমিরশাহির কোচ। ম্য়াচের আগে রীতিমত হুঁশিয়ারি দিয়ে রাখছেন রাজপুত। ভারতকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আমিরশাহি ব্রিগেড, এমনটাই মনে করেন লালচাঁদ।
ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে আমিরশাহির কোচ বলছেন, "ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওরা। কিন্তু এই ফর্ম্য়াটে দিনের দিন যে ভাল পারফর্ম করে, তারাই জয়ী হয়ে থাকে। একজন ব্যাটার বা একজন বোলার ম্য়াচের রং বদলে দিতে পারে। ভারতের বিরুদ্ধে খেলার জন্য ছেলেরা মুখিয়ে আছে। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব। ভারতকে হারানোর ক্ষমতা রাখে এই আমিরশাহি ক্রিকেট দল।''
আমিরশাহি কোচ আরও বলেন, ''আমাদের ব্য়াটিং খুবই শক্তিশালী। আমাদের বোলিং লাইন আপে উন্নতমানের স্পিনার রয়েছে। আমাদের একটাই বিষয়ে জোর দিতে হবে যে বড় দলের বিরুদ্ধে কীভাবে পারফর্ম করা যায়। ভারতের বিরুদ্ধে সবাই খেলতে চায়। স্নায়ুর লড়াইও হবে নিঃসন্দেহে।"
২০১৬ সালে প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল আমিরশাহি দল। ক্যাপ্টেন মুহাম্মদ ওয়াসিম, পাওয়ার হিটার আসিফ খানরা রয়েছেন ভাতকে চাপে ফেলার জন্য। বুধবারের ম্য়াচের আগে সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে আলিশান শারাফু বলেন, ''আমার মনে হয় ভারতীয় দলের সব ক্রিকেটারই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাকে যদি স্পেশালি ২ জনের নাম নিতে বলা হয়, আমি বুমরা ও হার্দিকের কথাই বলব। ওঁরা নিজেদের দিনে সেরা পারফরম্য়ান্স করে থাকেন একই সঙ্গে ম্য়াচের রংও একাই বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তাঁরা। আমি উত্তেজিত হয়ে রয়েছি ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদের বিরুদ্ধে খেলার জন্য। আশা রাখি শক্তিশালী ভারতীয় দলকে আমরাও কিছু চ্য়ালেঞ্জের মুখে ফেলতে পারব।''
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে ভারত ও আমিরশাহি। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল আমিরশাহি ক্রিকেট দল। সব ম্য়াচে হারলেও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে তাঁরা।
ভারতীয় দল এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট আটবার জয় ছিনিয়ে নিয়েছে। শেষবার ২০২৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।