মুম্বই: বিশ্ব ক্রিকেটের অন্য়তম জনপ্রিয় একজন চরিত্র। তাঁকে ইউনিভার্সাল বস নামেই চেনে ক্রিকেট বিশ্ব। ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ব্যাটিং করলেও মুখে সবসময় হাসি লেগেই থাকে। গোটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন। কুড়ির ফর্ম্য়াটে কিংবদন্তি বলা হয় ক্রিস গেলকে। দীর্ঘ আইপিএল কেরিয়ারে ২০২১ সালে পঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিতে খুব একটা ভাল অভিজ্ঞতা তাঁর ছিল না। এক ইউটিউব চ্য়ানেলে সাক্ষাৎকার দিয়ে সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন।
শুভঙ্কর মিশ্রার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে গেল বলেন, ''আমার আইপিএল কেরিয়ার শেষ হয়েছিল খুব বাজেভাবে। সত্যি বলতে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিতে আমি যোগ্য সম্মান পাইনি। এই লিগে দীর্ঘ সময়ে ধরে খেলেছি। কিন্তু আমার মনে হয়েছিল যে একজন সিনিয়র প্লেয়ার হিসেবে সঠিকভাবে আমাকে মূল্যায়ণ করা হয়নি। আমাকে বাচ্চাদের মত ট্রিট করা হচ্ছিল। সেই সময় কেরিয়ারে আমি ভীষণভাবে ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম প্রথমবার।''
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষবার আইপিএলে খেলেছিলেন গেল। আবুধাবিতে সেবার আইপিএল আয়োজিত হচ্ছিল। মুম্বইয়ের বিরুদ্ধে সেই ম্য়াচে তিন নম্বরে ব্যাটিং করতে এসে ৪ বলে মাত্র ১ রান করে আউট হয়ে গিয়েছিলেন কায়রন পোলার্ডের বলে। গেল বলছেন, ''আমি আইপিএলের মাঝপথেই চলে গিয়েছিলাম। অনিলকে (অনিল কুম্বলে তখন পাঞ্জাবের কোচ) বলেছিলাম সে কথা। কিছুদিন পরেই বিশ্বকাপের প্রস্তুতিও নেওয়ার ছিল। বাবলের মধ্যে ছিলাম সবাই। মানসিকভাবেও নিজেকে চাঙ্গা রাখতে হত। আমি অনিলকে বলেছিলাম যে আমি খুব আঘাত পেয়ছিলাম টিম ম্য়ানেজমেন্টের আমার সঙ্গে ব্যবহারে।''
পাঞ্জাবের জার্সিতে চারটি মরশুমে ৪১ ম্য়াচ খেরলে মোট ১৩৩৯ রান করেছেন আইপিএলে গেল। একটি সেঞ্চুরি ও ১০টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে পাঞ্জাবের জার্সিতে। ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ সর্বাধিক রান সংগ্রাহক ক্যারিবিয়ান তারকা। আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রান গেলের দখলেই এখনও। আরসিবির জার্সিতে ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭৫ অপরাজিত রানের ইনিংস খেলেছিলেন তিনি। আইপিএল কেরিয়ারে মোট ১৪২ ম্য়াচে ৪৯৬৫ রান করেছেন। ৬টি সেঞ্চুরি ও ৩১টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে।
গেল টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। মোট ৪৬৩ ম্য়াচে ১৪,৫৬২ রান করেছেন তিনি। ২২টি সেঞ্চুরি ও ৮৮টি অর্ধশতরান করেছেন।