করাচি: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। ভারতের প্রথম ম্য়াচ আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ভারত ও পাকিস্তান (India vs Pakistan) দুটো দলই এই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর ঐতিহাসিক ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। আর সেই ম্য়াচেই দুই দেশের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শাহিন আফ্রিদির (Saheen Afridi) ওপর নজর থাকবে।

আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্য়াচে নিজের ৪ ওভারের স্পেলে ২১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন। পাকিস্তান ৩৯ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বুমরার থেকে বেশি পরিমানে উইকেট নিয়ে নিয়েছেন বুমরা। শাহিন আফ্রিদি এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ২২৫ ম্য়াচে ৩১৪ উইকেট নিয়েছেন। বুমরা এই ফর্ম্য়াটে ২৪৫ ম্য়াচে মোট ৩১৩ উইকেট নিয়েছেন।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান বোর্ডে তুলেছিল পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা ৩৬ বলে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন। জবাবে ব্য়াট করতে নেমে ১৯.৫ ওভারে ১৪৩ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান।

ভারত-পাক ম্য়াচ চাইছেন না মনোজ তিওয়ারি

ভারত-পাকিস্তান ম্য়াচ এশিয়া কাপেও হোক, এমনটা চাইছেন না বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি বলেন, 'এই ম্যাচটা হচ্ছে দেখে আমি সত্যি বলতে বেশ বিস্মিত। পহেলগাঁওয়ে নিরপরাধ মানুষদের হত্যা এবং তারপর যে যুদ্ধটা হয়েছিল, সেই সময় শোনা যাচ্ছিল আমরা নাকি ওদের যথাযোগ্য জবাব দেব। তার কিছু মাস পরেই সবাই সবকিছু যেন ভুলে গিয়েছে। এই ম্যাচটা যে হবে, মানুষের জীবনের যে কোনও মূল্য নেই, সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে ওরা কী অর্জন করতে চাইছে? মানুষের জীবনের মূল্য যে কোনও খেলার থেকে সবসময়ই বেশিআমি তো কোনওভাবেই ওই ম্যাচটা দেখব না, কোনও প্রশ্নই আসছে না।'

২০১২-১৩ থেকে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না। বর্তমান সময়ে দুই দেশের রাজনৈতিক, সামাজিক অচলাবস্তার জন্য়ই খেলা বন্ধ রয়েছে। তার মধ্যে গত পহেলগাঁও জঙ্গি হামলার পর সমীকরণ আরও বদলে গিয়েছেমন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের বিরুদ্ধে কোনওদিনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না।