দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2025) তড়তড়িয়ে এগোচ্ছে ভারতীয় দলের বিজয়রথ। তবে টিম ইন্ডিয়া অবলীলায় একের পর এক ম্যাচ জিতলেও, ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে গুচ্ছ ক্যাচ ফেলেছিলেন অভিষেক শর্মারা, বাংলাদেশ ম্যাচে (IND vs BAN) সঈফ হাসানেরই চার চারটি ক্যাচ পড়ে। ম্যাচ শেষে বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনও অজুহাত দেননি, তবে দুবাইয়ের 'রিং অফ ফায়ার'-র দিকে ইঙ্গিত করেন তিনি।
কী এই 'রিং অফ ফায়ার'? এটি আসলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের আলো। স্বাভাবিক বাতিস্তম্ভের বদলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠজুড়ে গোল করে স্টেডিয়ামের আলোগুলি রয়েছে। এই আলোগুলি উঁচু ক্যাচ ধরতে সমস্যার সৃষ্টি করে বলে অনেক বিশেষজ্ঞই দাবি করেছেন। ম্যাচ শেষে বরুণও সেই আলোগুলির কথাই বলেন।
ম্যাচশেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'এই স্তরে কোনওরকম অজুহাত দেওয়া যায় না। আমরা তো ফাইনালে খেলব, তাই এই ক্যাচগুলি আমাদের ধরা শুরু করতে শুরু হবে। এই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে যে সত্যিই রিং অফ ফায়ারের আলো চোখে পড়ে। এতে সমস্যা তৈরি হয় বটে।'
বরুণ আরও জানান গত ম্য়াচে ক্যাস ফস্কানোর পর ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ খুব একটা কিছু বলেননি বটে, তবে বাংলাদেশ ম্য়াচের পর তিনি হয়তো বকাঝকা করলেও করতে পারেন। 'আমরা বিশ্বকাপের লক্ষ্য় নিয়ে এগোচ্ছি। সেই লক্ষ্য়ে পৌঁছতে আমাদের ফিল্ডিংটা উন্নত করতেই হবে। ফিল্ডিং কোচের এই বিষয়ে অনেক বক্তব্য থাকবেই। গত ম্য়াচের পর ওঁ অবশ্য তেমন কিছু বলেননি। তবে আজকের ম্য়াচের পর ওঁর বক্তব্য থাকবে।' জানান ভারতের তারকা বোলার।
এদিন ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৬৮/৬ বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর পাকিস্তান-বাংলাদেশ দ্বৈরথ এখন হয়ে দাঁড়াল এবারের এশিয়া কাপের নক আউট ম্যাচ। যাঁরা জিতবে, তাঁরাই ফাইনালে উঠে যাবে। দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বরুণ দুই উইকেট নেন। ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন অভিষেক শর্মা।