মুম্বই: খবর অনুযায়ী, আর কয়েক ঘণ্টা পরেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের (IND vs WI) জন্য ভারতীয় টেস্ট দলের ঘোষণা হওয়ার কথা। সেই দলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নাম দেখার আশায় ছিলেন অনেকেই। তবে যা খবর, তাতে এমন হওয়ার সম্ভাবনা খুবই কম।

Continues below advertisement

বর্তমানে ভারতীয় 'এ' দল অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে। এই সিরিজ়ের জন্য শ্রেয়সকে ভারতীয় 'এ' দলের অধিনায়ক নির্বাচিত করা হলেও, দ্বিতীয় ম্যাচে তিনি খেলছেন না। ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন মুম্বইয়ের তারকা ব্যাটার। এই পরিস্থিতিতে ESPNcricinfo-র রিপোর্টে দাবি করা হচ্ছে শ্রেয়স নাকি বিসিসিআইকে এক ইমেল করে এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, তিনি সাময়িকভাবে লাল বলের ক্রিকেট থেকে তাঁকে অব্যাহতি দেওয়ারও অনুরোধ করেছেন।

ওই রিপোর্টে দাবি করা হচ্ছে শ্রেয়স বোর্ডকে জানিয়েছেন তাঁর পিঠের পরিস্থিতি তাঁর পক্ষে একাধিক দিন পর পর মাঠে নামাটা কঠিন করে তুলেছে। সেই কারণেই তিনি ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামেননি। শ্রেয়সকে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে ইরানি ট্রফিতে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। তবে এই ইমেলের পর রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভের বিরুদ্ধে তাঁর মাঠে নামা হচ্ছে না। 

Continues below advertisement

শ্রেয়সের পিঠের চোট কিন্তু নতুন নয়। ২০২২ সালের ডিসেম্বর মাসেও এই একই সমস্যা হয়েছিল তাঁর। সেই কারণেই পরের বছর বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথ থেকে সরে দাঁড়িয়েছিলেন শ্রেয়স। এই চোটের জেরে শ্রেয়সের অস্ত্রোপ্রচার হয় এবং সেই বছর তিনি আইপিএলে খেলতেও পারেননি। এই পিঠের সমস্যার কথা জানিয়েই শ্রেয়স মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামেননি। এর জেরে প্রবল বিতর্ক শুরু হয়। এর জেরেই তিনি বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। ফের একবার এই পিঠের চোটের জেরেই আবারও সরে দাঁড়ালেন তিনি।

এই সিদ্ধান্তের ফলে শ্রেয়স যে পরের মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলবেন না, তা একপ্রকার নিশ্চিত। দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন অনলাইনে বৈঠক করে মঙ্গলবার বা বুধবার এই সিরিজ়ের দল ঘোষণা হবে। তা হয়নি। আজ সম্ভবত সেই দল ঘোষণা করা হবে। দুই টেস্টের এই সিরিজ়ের প্রথম ম্যাচটি খেলা হবে আমদাবাদে। ২ অক্টোবর থেকে সেই ম্যাচ শুরু হবে। ১০ অক্টোবর নয়াদিল্লিতে সিরিজ়ের দ্বিতীয় তথা অন্তিম ম্যাচটি খেলা হবে।