দুবাই: মঙ্গলবার ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। প্রথম ম্য়াচে আফগানিস্তান হারিয়ে দিয়েছে হংকংকে। আজ ভারতীয় দলও তাঁদের এশিয়া কাপ অভিযান শুরু করতে চলেছে। প্রথম ম্য়াচে তাঁদের প্রতিপক্ষ আমিরশাহি। এশিয়া কাপে এবার খেলছে না নেপাল। সে দেশে এই মুহূর্তে অচলাবস্তা অব্যাহত। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সে দেশের মানুষ। এই পরিস্থিতিতে এবার এশিয়া কাপেও খেলছে না নেপাল। কিন্তু কেন?
এশিয়া কাপে এবার আটটি দল অংশ নিয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, হংকং ও সংযুক্ত আরব আমিরশাহি। এদের মধ্যে প্রথম পাঁচটি দল তাঁদের আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় ভাল জায়গায় থাকায় সরাসরি এশিয়া কাপ খেলার সুযোগ পেয়েছে। বাকি তিনটি দল সুযোগ করে নিয়েছে এসিসি প্রিমিয়ার কাপের ফলের ওপর ভিত্তি করে। যেখানে ১০ দল অংশ নিয়েছিল, সেই তালিকায় ছিল নেপালও।
লিগ পর্যায়ে দারুণ খেলেছিল নেপাল। তাঁরা হারিয়ে দিয়েছিল হংকং, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়াকে। প্রথম চারে শেষ করেছিল লিগ পর্যায়ে। কিন্তু সেমিফাইনালে আমিরশাহির বিরুদ্ধে হারতে হয়ে তাদের। হংকংকে হারালেও একটা সুযোগ থাকত। কিন্তু সেই ম্য়াচেও নেপাল হেরে যায় হংকংয়ের বিরুদ্ধে। যার জন্য এশিয়া কাপ খেলার সুযোগ হারাতে হয় সন্দীপ লামিছানের দলকে
এশিয়া কাপে গ্রুপ A-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ B-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। মঙ্গলবার গ্রুপ B-র লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও হংকং।
নেপালে অচলাবস্থা অব্যাহত
এদিকে, দেশজুড়ে চরম অরাজকতার মধ্য়ে এবার সেনারা শাসন তুলে নিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী ওলি-র পদত্যাগের পরেও থামছে না হিংসা! কাঠমাণ্ডুতে ফের রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ। বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে নেপাল সেনাবাহিনী। আজ বিকেল ৫ পর্যন্ত কার্ফু জারি, রাতে শিথিল, জানাল সেনা। আগামিকাল সকাল ৬ থেকে সন্ধে ৬ পর্যন্ত ফের কার্ফু, বিবৃতি নেপাল সেনার। প্রধানমন্ত্রীর বাসভবন, দফতর, একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন। গতরাত থেকে নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছে সেনা। শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন সেনাপ্রধানেরবন্ধ নেপালের শেয়ার বাজার, নির্দেশিকা নেপাল স্টক এক্সচেঞ্জের। বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দিরে লুঠপাট, ভাঙচুরের চেষ্টা, নতুন করে অশান্তি। মন্দিরের নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরল সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য বন্ধ হল পশুপতিনাথ মন্দিরের দরজা।