দুবাই: এশিয়া কাপের ফাইনালে ওঠার পর আচমকাই এক অদ্ভুত সমস্যায় অভিষেক শর্মা। তারকা ভারতীয় ওপেনারের অফিশিয়াল সোশ্য়াল মিডিয়া এক্স হ্যান্ডেল সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এশিয়া কাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক অভিষেকই। পাকিস্তানের বিরুদ্ধে ও বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপ সুপার ফোরের দুটো ম্য়াচেই পরপর অর্ধশতরান হাঁকিয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট এভাবে সাসপেন্ড কেন হল অভিষেকের, তা নিয়েই প্রশ্ন উঠছে।

Continues below advertisement

পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন অভিষেক। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে বাঁহাতি তরুণ ব্যাটারকে। পাকিস্তান ম্য়াচে ভারতের জয়ের নায়ক ছিলেন অভিষেকই। সূত্রের খবর, পাকিস্তানিদের ক্রমাগত রিপোর্টিং করার ফলে হয়ত এভাবে এক্স হ্য়ান্ডেল সাসপেন্ড করে গিয়েছে।

Continues below advertisement

বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে বিধ্বংসী ৭৫ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন অভিষেক শর্মা। বাংলাদেশ ম্য়াচের পর অভিষেক জানান, ''আমি দলের হয়ে নিজের কাজটা করেছি। আমি আগেও বলেছি আমি প্রথম বল হলেও, তা যদি মারার মতো হয়, আমি মারার চেষ্টাই করি। পাওয়ার প্লেতে সবসময় দলের হয়ে বেশি বেশি রান করে তুলে নেওয়ার লক্ষ্যে থাকি। কিছু কিছু সময়ে আমি ইচ্ছা করেই আগে থেকেই ঠিক করে রাখি যে প্রথম বলেই বড় শট খেলে বোলারদের চাপে ফেলব।''

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজের দলেও অভিষেক ঢুকে যেতে পারেন। কারণ রোহিত শর্মার পরবর্তী তাঁর জুতোয় পা গলাতে দেখা যেতে পারে তরুণ ওপেনারকে। 

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৬৮/৬ বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর পাকিস্তান-বাংলাদেশ দ্বৈরথ এখন হয়ে দাঁড়াল এবারের এশিয়া কাপের নক আউট ম্যাচ। যাঁরা জিতবে, তাঁরাই ফাইনালে উঠে যাবে।  বল হাতে মাঠে নামার পর বাংলাদেশের ব্যাটারদের আটকানোর মূল কাজটা ছিল জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর। বাংলাদেশ শিবিরে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন বুমরাতানজিদ হাসান তামিমের উইকেট তুলে নেন। মাত্র ১ রান করে ফিরে যান বাংলাদেশ ওপেনারউল্টোদিকে সৈফ হাসান ছিলেন দুর্দান্ত ছন্দে। আগের ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এদিনও ভারতের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান। একদিকে তিনি ছিলেন, উল্টোদিকে ক্রিজে একের পর এক উইকেট পড়তে থাকে।