অ্যান্টিগা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের মহারণে আগামীকাল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ (Australia vs Bangladesh)। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে অপরাজিত ক্যাঙ্গারু বাহিনী। গ্রুপ পর্বে শীর্ষে থেকে নক আউটে পৌঁছেছে মিচেল মার্শের দল। এখনও পর্যন্ত তারা হারিয়েছে ইংল্য়ান্ড, ওমান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে। অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও জয় ছিনিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিরুদ্ধে। আগামীকালের ম্য়াচে নামার আগে তাই শাকিবরা কিছুটা আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই নামবে, এটা বলাই যায়। 


কাদের ম্যাচ?


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের মহারণে কাল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া মহারণ


কবে খেলা?


ম্যাচটি হবে ২১ জুন, শুক্রবার


কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় শুক্রবার সকাল ৬টা থেকে ম্য়াচ 


কোথায় ম্যাচ?


অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে ২ দল


টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?


ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি। ডিজনি প্লাস হটস্টারে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।


টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত মোট ১০ বার দুটো দল মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ৬ বার জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া ও চারবার জয় পেয়েছে বাংলাদেশ। টি-টােয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাঁচবারের সাক্ষাতে পাঁচবারই জয় পেয়েছে মার্শের দল। 


অ্যান্টিগার যেই পিচে খেলা হবে, তা সাধারণত ব্যাটিং সহায়ক। ফলে হাই স্কোরিং ম্য়াচ দেখার সম্ভাবনাই বেশি। সুপার এইটের শেষ যে ম্য়াচটি খেলা হয়েছিল এই মাঠে সেটি হল যুক্তরাষ্ট্র বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচ। সেই ম্য়াচে মোট ৩৭০ রান বোর্ডে উঠেছিল। মোট ১০ উইকেট পড়েছিল। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯৪ রান বোর্ডে তুলেছিল। অবশেষে তারা ১৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল।


আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ম্য়াচে। ফলে পুরো ৪০ ওভারের ম্য়াচ দেখতে পারবেন দর্শকরা। দুই দলই তাঁদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। অস্ট্রেলিয়া দলে অ্যাস্টন অগার দলে ঢোকার পর ভারসাম্য বেড়েছে। অন্য়দিকে বাংলাদেশ ভরসা করবে তাঁদের ২ অভিজ্ঞ তারকা শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমনের ওপর।