মুম্বই: রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচ কে হবেন? দৌড়ে অনেকটাই এগিয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ডব্লিউ ভি রমনও তালিকায় থাকলেই সূত্রের খবর, গম্ভীরই হতে চলেছেন দ্রাবিড়ের উত্তরসূরি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যে জিম্বাবোয়ে সফর রয়েছে, সেই সিরিজে অবশ্য গম্ভীর নয়। বুমরা, সূর্যকুমারদের কোচের দায়িত্ব বর্তাতে পারে ভিভি এস লক্ষ্মণের কাঁধে। সূত্রের খবর, আগামী ২২ অথবা ২৩ জুন জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য়, আগামী ৬ জুলাই থেকে শুরু হবে ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ। গম্ভীর যদি শেষ পর্যন্ত ভারতীয় দলের হেডকোচের চেয়ারে বসেন, তবে তাঁর মেয়াদকাল শুরু হতে পারে শ্রীলঙ্কা সিরিজ থেকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে এই মুহূর্তে। খুব সম্ভবত এই টুর্নামেন্টের পরই রোহিত শর্মা এই ফর্ম্য়াট থেকে অবসর নেবেন। নতুন অধিনায়ক হতে পারেন বুমরা অথবা হার্দিক। বিরাট কোহলিকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে একেবারে তরুণ ক্রিকেটারদের নিয়ে জিম্বাবোয়ে সফরে যাবেন হয়ত লক্ষ্মণ। এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর তত্ত্বাবধানেই রয়েছেন অনেক তরুণ ক্রিকেটার, যাঁরা আইপিএলেও নজর কেড়েছিলেন। বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ''যতদূর সম্ভাবনা রয়েছে যে জিম্বাবোয়ে সফরে ভিভি এস লক্ষ্মণ ও এনসিএর কিছু স্টাফ যাবেন ক্রিকেটারদের সঙ্গে। এর আগেও দ্রাবিড় যখন বিশ্রামে ছিলেন, তখনই লক্ষ্মণ দায়িত্ব সামলেছেন।''
জিম্বাবোয়ে সিরিজে ভারতীয় দলে ডাক পেতে পারেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা ও অলরাউন্ডার নীতিশ রেড্ডি। এছাড়াও যশ দয়াল ও হর্ষিত রানাকেও ডাকা হতে পারে স্কোয়াডে। শশাঙ্ক সিংহকেও ডাকা হতে পারে ভারতীয় দলে। বুমরা ছাড়াও নেতৃত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন হার্দিক ও সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ডেপুটি হার্দিক। তিনি যদি একান্তই শেষ পর্যন্ত জিম্বাবোয়ে সিরিজ থেকে সরে দাঁড়ান, তব কিন্তু সূর্যকুমার যাদবের সম্ভাবনাই বেশি। এরমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব সামলেছেন সূর্য। অন্য়দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে দায়িত্ব সামলেছেন। বুমরা আবার আয়ারল্যান্ড সিরিজে গত বছর দায়িত্ব সামলেছিলেন।
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বকাপের পরই একেবারে নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছেন বিসিসিআই। সেক্ষেত্রে বিরাট কোহলিকেও কতটা আগামীতে এই ফর্ম্যাটের জন্য ভাবা হবে, তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।