AUS-W vs SA-W Final LIVE: বিশ্বজয়ের হ্যাটট্রিক, ১৯ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবারও খেতাব জিতলেন ল্যানিংরা

AUS W vs SA W T20 World Cup Final LIVE: ২০১৮ ও ২০২০, বিগত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাবই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এবার হ্যাটট্রিকের লক্ষ্যে নামছেন মেগ ল্যানিংরা।

ABP Ananda Last Updated: 26 Feb 2023 09:35 PM
AUS-W vs SA-W Final LIVE Score: বিশ্বজয়ের হ্যাটট্রিক

টি-টোয়েন্টি বিশ্বজয়ের হ্যাটট্রিক করল দক্ষিণ আফ্রিকা। লড়াই করেও ঘরের মাঠে স্বপ্নভঙ্গ প্রোটিয়াদের। ২০ ওভারে ছয় উইকেটে ১৩৭ রানের বেশি তুলতে পারল না দক্ষিণ আফ্রিকা। ১৯ রানে জয় পেল অস্ট্রেলিয়া। এই নিয়ে নিজেদের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অজিরা।

AUS-W vs SA-W Final LIVE Updates: জোড়া ধাক্কা

১৮তম ওভার জোড়া ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা দল। সেট ক্লই ট্রায়নকে ২৫ রানে সাজঘরে ফেরালেন জেস জোনাসন। অ্যানেক বশও রান আউট হয়ে ফিরলেন। ১৮ ওভার শেষে প্রোটিয়া দলের স্কোর ১২২/৬। শেষ দুই ওভারে জয়ের জন্য আরও ৩৫ রানের প্রয়োজন।

AUS-W vs SA-W Final LIVE Score: লরার লড়াই

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন  লরা। নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেছেন তিনি। ৫৮ রানে ব্যাট করছেন তিনি। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৮/৩। শেষ ৫ ওভারে জয়ের জন্য প্রোটিয়াদের ৫৯ রান করতে হবে।

AUS-W vs SA-W Final LIVE Updates: ৫০-র গণ্ডি পার

দ্বিতীয় ইনিংসের মাঝপথে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫২/২। লরা উলভার্ট ২৮ রানে ব্যাট করছেন। শেষ ১০ ওভারে বিশ্বজয়ের জন্য প্রোটিয়াদের আরও ১০৫ রানের প্রয়োজন। ক্রমেই কঠিন হচ্ছে তাঁদের পথ।

AUS-W vs SA-W Final LIVE Score: মন্থর শুরু

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকান ওপেনাররা ইনিংসের শুরুটা অত্যন্ত মন্থরভাবেই করেছে। চার ওভার শেষে বিনা উইকেটে প্রোটিয়া দলের স্কোর বিনা উইকেটে ১৩ রান।

AUS-W vs SA-W Final LIVE Updates: ইসমাইলের কামব্যাক

ওভারের প্রথম দুই বলে ১০ রান খাওয়ার পর, ওভারের শেষ চারটে বলে দুরন্তভাবে ফিরে আসলেন শবনিম ইসমাইল। পরবর্তী চার বলে মাত্র দুই রান খরচ করেন তারকা প্রোটিয়া বোলার। পাশাপাশি দুই উইকেটও নেন তিনি। ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫৬/৬ তুলল অস্ট্রেলিয়া। মুনি ৭৪ রানে অপরাজিত থাকেন।

AUS-W vs SA-W Final LIVE Score: শাস্তি পেল দক্ষিণ আফ্রিকা

১৯.১ ওভারে ১৫০ রানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া দল। ৬৯ রানে ব্যাট করছেন বেথ মুনি। প্রসঙ্গত, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারার শাস্তি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে চার নয়, মাত্র তিনটি ফিল্ডারকেই ৩০ গজের বাইরে রাখতে পারবে প্রোটিয়া শিবির।

AUS-W vs SA-W Final LIVE Updates: শতরানের গণ্ডি পার

১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১০/৩। অর্ধশতরানের দিকে এগোচ্ছেন বেথ মুনি। তিনি ব্যক্তিগত ৪২ রানে ব্যাট করছেন।

AUS-W vs SA-W Final LIVE Score: স্পিনারদের মদত

দুই সেমিফাইনালে একই পিচে খেলা হয়েছিল। ফাইনালেও সেই পিচেই ম্যাচ আয়োজিত হওয়ায় স্পিনারদের মদত পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে রান তাড়া করে জেতাটা বেশ কঠিনই হবে। 

AUS-W vs SA-W Final LIVE Updates: টস জিতল অস্ট্রেলিয়া

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে যে অজি একাদশ জয় পেয়েছিল, সেই একাদশ নিয়েই ফাইনালেও মাঠে নামছে অজিরা।

প্রেক্ষাপট

কেপ টাউন: আজ অবধি কোনওদিন সিনিয়ার দক্ষিণ আফ্রিকান পুুরুষ দল বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি। তবে আজ রবিবার, কেপ টাউনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে মহিলা দক্ষিণ আফ্রিকান মহিলা ক্রিকেট দলের। আজই গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs South Africa) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে (Women's T20 World Cup 2023 Final) খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা দল।


এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাঠে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। তবে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অজি দলের তারকাদের কাছে এই ফাইনাল বিষয়টা কার্যত জলভাত। ইতিমধ্যেই পাঁচ-পাঁচবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। ২০১৮ ও ২০২০, বিগত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাবই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এবার হ্যাটট্রিকের লক্ষ্যে নামছেন মেগ ল্যানিংরা।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.