কলকাতা: ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে তিনি উইকেটের পিছনে এমন সমস্ত ক্যাচ ধরেছেন যে, তাঁর নামকরণই হয়ে গিয়েছিল 'সুপারম্যান' ঋদ্ধিমান। মাধ্যাকর্ষণ শক্তিকে যেন চ্যালেঞ্জ জানাতেন শূন্যে শরীর ভাসিয়ে। যে ক্যাচ ধরা যাবে বলে বিশ্বাস করতেন না বোলার, সেই বলই তালুবন্দি করে বিস্ময় উপহার দিতেন। ব্যাট হাতেই চাপের মুখে দাঁড়িয়ে রান করেছেন।


সেই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ক্রিকেটকে বিদায় জানালেন। ঘোষণা করে দিলেন, এবারের রঞ্জি ট্রফিই তাঁর শেষ টুর্নামেন্ট। তারপরই ক্রিকেটের ব্যাট, গ্লাভস তুলে রাখবেন চিরতরে।


ঋদ্ধিমান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ক্রিকেটে দারুণ একটা সফরের পর জানাই যে, এই মরশুমটাই আমার শেষ। শেষবারের মতো বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। অবসরের আগে শুধু রঞ্জি ট্রফি খেলব। এই অবিশ্বাস্য পথ চলায় যারা আমার সঙ্গী হয়েছিল, প্রত্যেককে ধন্যবাদ। সকলের সমর্থন আমার কাছে অপরিসীম গুরুত্বের। এই শেষ মরশুমটা স্মরণীয় করে রাখতে চাই।’


ঋদ্ধিমানের ঘোষণা এল এমন একটা দিন, যেদিন বাঙালিদের ঘরে ঘরে উৎসবের আমেজ। ভাইফোঁটা উপলক্ষ্যে সব বাড়িতেই বিশেষ আয়োজন। আর সেদিনই মন খারাপ করা খবর ভক্ত অনুরাগীদের জানালেন বঙ্গ তারকা।


 






সদ্য চল্লিশ পূর্ণ করেছেন। ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান। ৫৬ ইনিংসে করেছেন ১৩৫৩ রান। টেস্টে তিনটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। ২৯.৪১ গড়ে রান করেছেন। সঙ্গে ৯২টি ক্যাচ ও ১২টি স্টাম্পিং করেছেন। ভারতীয় দলের হয়ে ৯টি ওয়ান ডে-ও খেলেছেন ময়দানের প্রিয় পাপালি। সঙ্গে ১৭টি ক্যাচ ও ১টি স্টাম্পিং। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৮ ম্যাচে ৭০১৩ রান। ১৪টি সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ২০৩ রানের ইনিংস। সঙ্গে ৩৩৬টি ক্যাচ ও ৩৮টি স্টাম্পিং। লিস্ট এ ক্রিকেটে ১১৬ ম্যাচে ৩০৭২ রান, ৩টি সেঞ্চুরি, ১৩৮টি ক্যাচ, ১৮টি স্টাম্পিং। টি-২০ ক্রিকেটে খেলেছেন ২৫৫ ম্যাচ। প্রায় ১২৮ স্ট্রাইক রেটে ৪৬৫৫ রান করেছেন। ২০১৪ সালের আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে তাঁর মারকাটারি সেঞ্চুরি নিয়ে এখনও আলোচনা হয়।


কেউ কেউ বলেন, মহেন্দ্র সিংহ ধোনির আমলে না এলে ভারতের হয়ে আরও ম্যাচ খেলতেন ঋদ্ধিমান। শিলিগুড়ি থেকে জাতীয় দলে তাঁর উত্থানের কাহিনি যেন গল্পের মতো। গত দুই মরশুম ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। এই মরশুমে ফিরেছেন বাংলায়। তবে তিনি জানিয়েছেন, শুধু রঞ্জি ট্রফি খেলেই শেষ করবেন। সীমিত ওভারের ক্রিকেটে আর খেলবেন না।


চলতি রঞ্জিতে বাংলার আর চার ম্যাচ বাকি। সেই চারটিই ঋদ্ধির কেরিয়ারের শেষ মুহূর্ত লিপিবদ্ধ করে রাখবে।


আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।