সিডনি: রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) সিডনিতে দেখিয়েছেন যে, তাঁরা এখনও একদিনের ক্রিকেটে রানের বৃষ্টি ঘটাতে পারেন । রোহিত ১২১ রান এবং বিরাট ৭৪ রান করেছিলেন, তাঁদের ইনিংসের দৌলতে ভারত অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছিল । ম্যাচের পরে দুজনেই ইঙ্গিত দিয়েছিলেন যে সম্ভবত ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ায় তাঁদের শেষ ম্যাচ ছিল এটাই । সম্ভবত তাঁরা অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন । তবে এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার টড গ্রিনবার্গ রোহিত-বিরাটকে বিগ ব্যাশ লিগে (BBL) আনার ইঙ্গিত দিয়েছেন ।
বিগ ব্যাশ লিগের (BBL) আগামী মরশুমে রবিচন্দ্রন অশ্বিনকে সিডনি থান্ডারের হয়ে খেলতে দেখা যাবে । এটিকে বিবিএল ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি বলা হয়েছিল, তবে অশ্বিন অবসর নেওয়ার পরে বিবিএলে খেলবেন । তবে অশ্বিন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ান লিগে খেলবেন ।
বিবিএলে খেলবেন রোহিত-বিরাট?
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বিবিএলে কখনও রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো খেলোয়াড় খেলতে পারবেন কি না । এর উত্তরে গ্রিনবার্গ বলেন, "কিছু পরিস্থিতিতে এটি সম্ভব হতে পারে । আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে ।"
গ্রিনবার্গ রবিচন্দ্রন অশ্বিনের চুক্তিকে এর সবচেয়ে বড় প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন যে বিবিএলে রোহিত এবং বিরাটের মতো খেলোয়াড়দের আসা অসম্ভব নয় । তিনি বিবিএলকে একটি প্রাইভেট লিগ করার বিষয়েও কথা বলেছেন, যা নিয়ে বর্তমানে আলোচনা চলছে ।
বিবিএলে খেলতে পারেন রোহিত-বিরাট?
আর অশ্বিন সিডনি থান্ডারের হয়ে খেলতে চলেছেন, তবে এটি তাঁর আন্তর্জাতিক এবং আইপিএল থেকে অবসর নেওয়ার পরেই সম্ভব হয়েছে । রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিলেও তাঁরা বিবিএলে খেলতে পারবেন না । আইপিএল থেকেও অবসর নেওয়ার পরেই তাঁরা বিবিএলে খেলার যোগ্য হবেন । ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী অন্য কোনও দেশের লিগ খেলতে হলে কোনও ভারতীয় ক্রিকেটারকে আইপিএলে খেললেও চলবে না । পুরোপুরিভাবে ভারতীয় মঞ্চে খেলা ছাড়ার পরই বিবিএলে খেলতে পারবেন রো-কো ।