নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ফর্ম্য়াটে ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলে সর্বাধিক রানের মালিক এখন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজে প্রথম দুটো ম্য়াচে রান না করতে পারলেও শেষ ম্য়াচে অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন কিং কোহলি। ৮১ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর সেই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই সাদা বলের ২ ফর্ম্য়াট মিলিয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গিয়েছেন কিং কােহলি। 

Continues below advertisement

নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে শিখর ধবন লিখেছেন, ''বিরাট কোহলিকে শুভেচ্ছা। একটা অসাধারণ মাইলস্টোন ছুঁয়ে ফেলল ও। সাদা বলের ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক এখন কোহলিই। তোমার শৃঙ্খলা ও ধারাবাহিকতার কোনও তুলনা হয় না। এভাবেই আরও অনেক বছর ধরে আমাদের অনুপ্রেরণা জুগিয়ে চলো তুমি।''

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্য়াচে রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ১৬৮ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন বিরাট। ২৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুই অভিজ্ঞ তারকার ব্যাটিংয়ের ওপর ভর করেই ম্য়াচ জিতে নেয় ভারত।

Continues below advertisement

উল্লেখ্য, বিরাট কোহলি এখনও পর্যন্ত ৩০৫ ওয়ান ম্য়াচ খেলে মোট ১৪,২৫০ রান করেছন। অন্য়দিকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে তিনি ১২৫ ম্য়াচ খেলে ৪১৮৮ রান করেছেন। সচিন তেন্ডুলকরকে এক্ষেত্রে টেক্কা দিয়েছেন কোহলি। সচিন দুটো ফর্ম্য়াট মিলিয়ে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৮,৪৩৬ রান করেছেন।

প্রথম দুই ম্যাচে কোহলি রান না পাওয়ার প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে সিডনিতে ৮১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসে কোহলি প্রমাণ করে দিলেন 'ক্লাস ইজ় পারমানেন্ট'। এই ৭৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেলে দিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। রানের বিচারে কোহলি সচিনকেও টপকে গেলেন। কোহলিই বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহকওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে কোহলির রানসংখ্যা দাঁড়াল ১৮৪৪৩। সচিনে সেখানে আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেটে মোট ১৮৪৩৬ রান করেছেন।

অবশ্য ওয়ান ডে রানের বিচারে সচিনের থেকে এখনও অনেকটা পিছিয়ে রয়েছেন কোহলি। তবে সাঙ্গাকারাকে পিছনে ফেললেন তিনি। কোহলিই বর্তমানে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকওয়ান ডে রানের বিচারে 'কিং কোহলি'র সামনে শুধু 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকর