সিডনি: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে নেমে পাওয়ার প্লে-তে ১১৩ রান বোর্ডে যোগ করেন। মাত্র ১ উইকেট হারিয়ে বোর্ডে এই রান তুলে নেয় অজিরা। ম্য়াচেও স্কটল্যান্ডকে ৭ উইকেট হারিয়ে দিয়েছে মিচেল মার্শের দল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ার প্লে-তে এর বেশি রান এর আগে বোর্ডে কখনও তুলতে পারেনি অস্ট্রেলিয়া। 


টস জিতে ম্য়াচে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান বোর্ডে তুলে নেয়। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। আর সেই জয়ের মুখ্য ভূমিকা নেন ট্রাভিস হেড। এদিন অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের। কিন্তু তিনি খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান ফিরে যান। তবে ট্রাভিস হেডকে থামাতে পারেননি স্কটল্যান্ডের বোলাররা। মিচেল মার্শের সঙ্গে জুটি বেঁধে মারকাটারি ব্যাটিং শুরু করেন হেড। পাওয়ার প্লে-তে ২২ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২৫ বলে ৮০ রানের ম্য়াচ জেতানো ইনিংস খেলেন তিনি। মিচেল মার্শও ১২ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। 


হেড তাঁর ইনিংসে মোট ১২টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন। অন্য়দিকে মিচেল মার্শ তাঁর ইিংসে ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। 


উল্লেখ্য, পাকিস্তানকে তাঁদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার বাংলাদেশও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে। কড়া টক্কর তাঁরা দিতে পারে ভারত, অস্ট্রেলিয়ার মত ফাইনালের হট ফেভারিট ২ সেরা দলকে।


আর ৯ মাস পরে লর্ডসের মাঠেই বসবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট তালিকায় তাতে শীর্ষে রয়েছে ভারত। এখনও ১০ টেস্ট ম্য়াচ বাকি রয়েছে ভারতের। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ড। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জেতার পর চতুর্থ স্থানে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ। ইংল্য়ান্ড পাঁচে ও দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে ছয় নম্বরে রয়েছে। সাতে নেমেছে শ্রীলঙ্কা। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে আট ও নয় নম্বরে।


আরও পড়ুন: ট্রফির সঙ্গে শান্তির ঘুম, মেসি-রোহিতকে মনে করালেন বাংলাদেশ অধিনায়ক শান্ত