দুবাই: আজ ভারত-পাকিস্তানের মহাদ্বৈরথ। এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে সেই ম্যাচের আগেই আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) শীর্ষস্থান হারালেন বাবর আজমরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (SA vs AUS) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে নিয়েই শীর্ষস্থান ফিরে পেল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)।
ব্লুমফন্টেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম ওয়ান ডে ম্যাচে জয় পেয়েছিল অজ়িরা। দ্বিতীয় ওয়ান ডেতে ততটা কসরত করতে হল না। ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের দুরন্ত শতরানে ভর করে ১২৩ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ট্রাভিস হেড (Travis Head) এবং ডেভিড ওয়ার্নার (David Warner) দুরন্তভাবে শুরুটা করেন। হেড মাত্র ৩৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। তাবরেজ় শামসি শতরানের পার্টনারশিপ ভাঙেন। মিচেল মার্শও রান পাননি।
তবে এরপরেই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার নায়ক মার্নাস লাবুশেনের সঙ্গে ওয়ার্নার ১৫১ রানের পার্টনারশিপ গড়েন। ওয়ার্নার নিজের কেরিয়ারের ২০তম ওয়ান ডে শতরান করেন। তিনি ১০৬ রানের ইনিংস খেলেন লাবুশেন প্রথমবার শতরানের গণ্ডি পার করেন। তিনিই অজ়িদের হয়ে সর্বাধিক ১২৪ রানের ইনিংস খেলেন। শেষমেশ ৫০ ওভারে আট উইকেটের বিনিময়ে ৩৯২ রান তোলে অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকা শুরুটা ভাল করে। কুইন্টন ডি কক ও তেম্বা বাভুমা ৮১ রান যোগ করেন। তবে দুই ওপেনারই ৫০ রানের গণ্ডি পার করার দোরগোড়ায় আউট হন। হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলারও বেশ ভাল খেলেন। তবে অ্যাডাম জাম্পা বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফর্ম করেন। তিনি চারটি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা ২৬৯ রানেই অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার দখলে এই জয়ের ফলে ১২১ পয়েন্ট হয়। পাকিস্তানের (Pakistan Cricket Team) ১২০ পয়েন্ট। তাই ফের শীর্ষে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। তবে ফের একবার দ্রুতই এই ব়্যাঙ্কিংয়ে রদবদল ঘটতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দীর্ঘমেয়াদি চোট সারিয়ে ফেরার লড়াই নিয়ে মুখ খুললেন রাহুল