কলম্বো: ভারত-পাকিস্তানের (IND vs PAK) মহাদ্বৈরথের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে পারেন কেএল রাহুল (KL Rahul)। আইপিএলের মাঝপথে চোট পেয়েছিলেন রাহুল। তারপর সেই চোট সারলেও, এশিয়া কাপ (Asia Cup 2023) শুরুর আগেই ফের একবার চোটের কবলে পড়েন তিনি। সেই কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বেও খেলতে পারেননি তিনি। তবে এবার অবশেষে তিনি ফিট হয়ে মাঠে ফিরতে পারেন।


নিজের দীর্ঘমেয়াদি চোট থেকে ফিরে আসার লড়াই নিয়ে এবার মুখ খুললেন রাহুল। বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিওতে রাহুলকে বলতে শোনা যায়, 'আমি এখন বেশ ভাল আছি। দলে ফিরতে পারার অনুভূতিটা খুবই ভাল। আমি তো অনেকদিনই মাঠের বাইরে ছিলাম। তবে সঠিক সময়ে সব ঠিকঠাক হয়ে যাওয়ায় আমি সন্তুষ্ট ও খুশি।'


উরুর চোট সারাতে বিলেতে অস্ত্রোপ্রচার করাতে হয় রাহুলকে। তারকা ক্রিকেটার জানান তাঁর অস্ত্রোপ্রচার করানো ছাড়া আর কোনও উপায় ছিল না। 'বল ধরতে গিয়ে আমার পেশিতে চোট লাগে। সম্পূর্ণ ছিঁড়ে যায় পেশি। আমার পরিবার, ফ্রাঞ্চাইজি সবাই আশা করছিলেন যে এটা যেন ছোট কোনও চোট হয়, যা সপ্তাহ দুই, তিনের মধ্যেই সেরে যাবে। তবে স্ক্যান করে দেখা যায় চোট গুরুতর এবং আমায় অস্ত্রোপ্রচার করিয়েই সুস্থ হতে হবে। এই নিয়ে সিদ্ধান্ত নিতে একটু সময় লাগে বটে আমাদের। তবে বিসিসিআই, ফিজিও এবং ডাক্তারদের অনেক ধন্যবাদ যারা আমায় সারিয়ে তুলতে তৎপর ছিলেন।' বলেন রাহুল


রাহুল জানান যে তিনি সময়ের আগেই সুস্থ হয়ে উঠছিলেন, তবে দৌড়তে গিয়েই ফের একবার তাঁর চোট লাগে। তিনি বলেন, 'আমি সময়ের আগেই সুস্থ হয়ে উঠছিলাম। মনে হচ্ছিল এশিয়া কাপের আগেই আমি ফিট হয়ে যাব এবং হাতে খানিকটা সময়ও থাকবে। তবে যখনই আমি দৌড়ানো শুরু করি, তখনই আমার হালকা চোট লাগে। সেটা খুবই হতাশাজনক ছিল। এই চোটের জন্যই আমার প্রত্যাবর্তন দুই সপ্তাহ পিছিয়ে গেল।'


রাহুল জানান তিনি অতীতে ফিট হওয়ার জন্য অনুশীলনের অনুপ্রেরণা পেতেন না। তবে এবার তেমনটা হয়নি। প্রতিটি পদক্ষেপ উপভোগ করার চেষ্টা করেছেন তিনি, যার ফলেই চোট সারিয়ে দ্রুত ফেরাটা তাঁর পক্ষে সম্ভব হয়েছে। এবার দেখার পাকিস্তানের বিরুদ্ধে তিনি ভারতীয় একাদশে সুযোগ পান কি না এবং পেলে কেমন ফর্মে ব্যাট করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারত-পাক দ্বৈরথের আগেই বিশেষ ব্যাট উপহার পেলেন কোহলি