কলম্বো: আজ এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (IND vs PAK)। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচেই ভারতীয় দলের (Indian Cricket Team) দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সামনে বিশেষ মাইলফলক গড়ার হাতছানি।
রোহিত পাকিস্তানের বিরুদ্ধে আর ৭৮ রান করতে পারলেই ওয়ান ডে ফর্ম্যাটে ১০ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলিই এখনও পর্যন্ত ভারতের জার্সিতে আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পার করেছেন। ষষ্ঠ ভারতীয় হিসাবে রোহিতের সেই তালিকায় নিজের নাম লেখানোর হাতছানি রয়েছে 'হিটম্যান'র সামনে।
রোহিত এখনও পর্যন্ত ৪৮.৮৭ গড়ে ২৪৬ ওয়ান ডে ম্যাচে ৯৯২২ রান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধেই এই মাইলফলক স্পর্শ করলে ভারতীয় হিসাবে ষষ্ঠ হলেও, গোটা বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসাবে ১০ হাজার রান করবেন রোহিত। অপরদিকে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক কোহলির মাইলফলক স্পর্শ করার জন্য প্রয়োজন আর ৯৮ রান। তাঁর সামনে ওয়ান ডেতে ১৩ হাজার রানের গণ্ডি পার করার সুযোগ রয়েছে।
কোহলি এখনও পর্যন্ত ২৭৭টি ওয়ান ডে খেলে ১২৯০২ রান করেছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে অন্তত ৯৮ রান করতে পারলেই সচিন, কুমরা সাঙ্গাকারা, রিকি পন্টিং এবং সনৎ জয়সূর্যর পর পঞ্চম ক্রিকেটার হিসাবে ১৩ হাজার ওয়ান ডে রান করে ফেলবেন। আর এই ম্যাচেই যদি এই ৯৮ রান করেন কোহলি, তাহলে সচিনকে পিছনে ফেলে দ্রুততম ক্রিকেটার হিসাবে ১৩ হাজার রান করবেন তিনি। অবশ্য কোহলির সামনে সচিনের রেকর্ড ভাঙার অনেক সুযোগ রয়েছে। সচিন ৩০০ ম্যাচ খেলে ১৩ হাজার রান করেছিলেন।
প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বিরাট ও রোহিত উভয়েই ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। শাহিন আফ্রিদির বলে আউট হন দুই তারকা ক্রিকেটারই। তবে রোহিত নেপালের বিরুদ্ধে ৫৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ফর্মে ফিরেছেন। ম্যাচ সেরাও হয়েছিলেন। এবার কোহলির ফর্মে ফেরার অপেক্ষায়। এই ম্যাচের আগেই আবার কোহলিকে বিশেষ রুপোর ব্যাটও উপহার দিয়েছেন এক শ্রীলঙ্কান নেট বোলার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারত-পাক দ্বৈরথের আগেই বিশেষ ব্যাট উপহার পেলেন কোহলি