সিডনি: আগেই সিরিজ জিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। তাদের কাছে এটা নিয়মরক্ষার ম্য়াচ। তবে ভারতীয় ক্রিকেট দলের কাছে সম্মান রক্ষার লড়াই এটি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে খেলতে নামার আগে তাই কিছু বদল দলে করেছিল টিম ইন্ডিয়া। নীতীশ রেড্ডি চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। আর অর্শদীপ সিংহকে বসিয়ে খেলানো হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণকে। নীতীশের বদলে দলে এসেছিলেন কুলদীপ যাদব। দল বদলে বোলিং ডিপার্টমেন্টে সাফল্যও এল। কুলদীপ ১ উইকেট নিলেও নিয়ন্ত্রিত বোলিং করলেন। সুন্দরও তাঁকে যোগ্য সঙ্গ দিলেন। অন্য়দিকে এদিন ভারতের সবচেয়ে সফল বোলার হলেন হর্ষিত রানা। তিনি একাই ৪ উইকেট তুলে নিলেন। অস্ট্রেলিয়া দল প্রথমে ব্যাটিং করতে নেমে ২৩৬ রানে অল আউট হয়ে গেল। নিয়মরক্ষার ম্য়াচে জিততে ভারতের প্রয়োজন ২৩৭ রান।

Continues below advertisement

টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ভারতীয় দলে নীতীশ রেড্ডি চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে ঢুকে পড়েছিলেন কুলদীপ যাদব। এছাড়া অর্শদীপ সিংহকে বসিয়ে খেলানো হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণকে। অস্ট্রেলিয়ার ২ ওপেনার মার্শ ও হেড দুরন্ত শুরু করেন। আগের দুটো ম্য়াচের মতই এদিনও শুরুতে আক্রমণাত্মক মেজাজেই রান তুলতে থাকেন বোর্ডে। ওপেনিং পার্টনারশিপে ৬১ রান বোর্ডে উঠে যায়। এরপর প্রথমবার অজি শিবিরে আঘাত হানেন মহম্মদ সিরাজ। তাঁর বলে প্রসিদ্ধ কৃষ্ণর হাতে ক্যাচ তুলে ফিরে যান হেড। ২৯ রান করে ফেরেন তিনি। মার্শ আরও একটা অর্ধশরানের সামনে পৌঁছেও মিস করেন। অক্ষর পটেলের বলে বোল্ড হয়ে যান তিনি ৪১ রান করে। ম্যাট শর্ট ৩০ রান করে বিরাটের হাতে ক্যাচ তুলে ফিরে যান। এরপর ম্য়াচ রেঁনেশ ও অ্য়ালেক্স ক্যারি দুজনে মিলে রান তুলতে থাকেন। দ্রুত একশো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছিল অজি শিবির। কিন্তু সেখান থেকেই জ্বলে ওঠা শুরু করেন হর্ষিত রানা। তিনি ফিরিয়ে দেন ক্যারিকে। শ্রেয়স আইয়ার পেছনে ছুটে অনবদ্য ক্যাচ লুফে নেন। কুপার কনোলিকেও ফিরিয়ে দেন রানাই। বিরাটের হাতে ক্যাচ দিয়ে ২৩ রান করে ফেরেন কুপার। মিচেল ওয়েন ও জশ হ্যাজেলউডকেও ফিরিয়ে দেন রানা। মাঝে কুলদীপ ফিরিয়ে দেন মিচেল স্টার্ককে। নাথান এলিসকে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। সুন্দর ২ উইকেট ও বাকিরা একটি করে উইকেট নেন।

Continues below advertisement