সিডনি: অ্য়াডিলেড যেমন বিরাট কোহলির পয়া মাঠ, ঠিক তেমনই সিডনি ক্রিকেট গ্রাউন্ড রোহিত শর্মার জন্য ভীষণ লাকি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্য়াচে খেলতে নেমেছে ভারতীয় দল। প্রথম দুটো ম্য়াচে হেরে গিয়েছিল ভারত। ফলে সিরিজও খোয়াতে হয়েছে। কিন্তু নিয়মরক্ষার ম্য়াচে জিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামতে চাইছে টিম ইন্ডিয়া। আর এই ম্য়াচে রোহিতের ব্যাটের দিকেই ফের তাকিয়ে থাকবে সবাই। অ্য়াডিলেডে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এবার নিজের পয়া মাঠে কি আরও একটা বড় ইনিংস খেলতে পারবেন হিটম্য়ান?

Continues below advertisement

ওয়ান ডে ফর্ম্য়াটে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক রোহিতই। তিনি এখনও পর্যন্ত ৬ ম্য়াচ খেলে ৫ ইনিংসে ৩৩৩ রান করেছেন। সর্বোচ্চ ১৩৩। একটি সেঞ্চুরি ছাড়াও দুটো অর্ধশতরানের ইনিংস খেলেছেন হিটম্য়ান। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সচিন তেন্ডুলকর। তিনি ৮ ইনিংসে ৩১৫ রান করেছেন। এছাড়া তৃতীয় স্থানে রয়েছেন ৬ ইনিংসে ২৩৫ রান। এখনও পর্যন্ত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৬টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা।

যদি সব ফর্ম্য়াট মিলিয়ে দেখা যায়, তাহলে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াট মিলিয়ে এই মাঠে এখনও পর্যন্ত রোহিত শর্মা মোট সাতটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। টেস্ট ক্রিকেটে দুটো অর্ধশতরান ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুটো অর্ধশতরান। অস্ট্রেলিয়া শনিবার প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে ভারতীয় দল যখন ব্যাটিং করতে নামবে তখন রোহিতের ব্যাটে আরও একটা বড় ইনিংস দেখার অপেক্ষায় থাকবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এখনও পর্যন্ত চলতি সিরিজে রোহিত ২ ম্য়াচে ৮১ রান করেছেন। পারথে প্রথম ম্য়াচে ৮ রানে আউট হলেও দ্বিতীয় ম্য়াচে অ্য়াডিলেডে ৭৩ রানের ইনিংস খেলেছেন।

Continues below advertisement

চোট পেয়ে ছিটকে গেলেন নীতীশ রেড্ডি

ভারতীয় দলের হয়ে এই সিরিজ়েই নিজের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন নীতীশ। প্রথম দুই ম্য়াচেই তিনি খেলেছিলেন। তবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেই তারকা অলরাউন্ডার চোট পান। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে নীতীশের চোটের সম্পর্কে জানানো হয়। সেই বিবৃতিতে বলা হয়, 'নীতীশ কুমার রেড্ডি অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলার সময় পেশিতে চোট পান এবং সেই কারণেই তৃতীয় ওয়ান ডেতে নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল দল প্রতিনিয়ত ওর চোটের দিকে নজর রাখছে।'