বেননি: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে (U19 World Cup Final 2024) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই শ্রেয় বলে মনে হলেও, অস্ট্রেলিয়ান অধিনায়ক হিউ ওয়েবজ়েন গতির বিরুদ্ধে গিয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে অজ়ি ব্যাটাররা তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করলেন। গড়ে ফেললেন সর্বকালীন ইতিহাস।


অস্ট্রেলিয়ান দল নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২৫৩ রান বোর্ডে তুলল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে এটি সর্বকালের সর্বোচ্চ স্কোর। অস্ট্রেলিয়ার হয়ে হর্যাস সিংহ সর্বাধিক ৫৫ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে ফাস্ট বোলার রাজ লিম্বানি সর্বাধিক তিন উইকেট নেন। ম্যাচের তৃতীয় ওভারেই লিম্বানি স্যাম কনস্টাসকে শূন্য রানে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ওপেনিং পার্টনারশিপ ভাঙেন। তবে দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েবজ়েন এবং হ্যারি ডিক্সন ৭৮ রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়াকে বেশ ভাল জায়গায় পৌঁছে দেন। নমন তিওয়ারি সেই পার্টনারশিপ ভাঙেন।


নিজের দুই ওভারে ওয়েবজ়েনকে ৪৮ ও ডিক্সনকে ৪২ রানে ফেরান তিনি। তবে পরপর দুই উইকেট হারিয়েও অস্ট্রেলিয়া চাপে পড়েনি। চতুর্থ উইকেটে রায়ান হিক্স ও হর্যাস সিংহ ৬৬ রান যোগ করেন। হর্যাসই একমাত্র অজ়ি ব্যাটার হিসাবে এদিন অর্ধশতরানের গণ্ডি পার করেন। রায়ানকে আউট করে এই পার্টনারশিপও ভাঙেন লিম্বানিই। তবে ৬৬ রানের এই পার্টনারশিপের পরেই ২২ রানের ব্যবধানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া।


 






তবে টেল এন্ডারদের আউট করতে গিয়েই বিপাকে পরে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধেও বেশ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন অলিভার পিক। তিনিই আগ্রাসী ইনিংসে অস্ট্রেলিয়াকে দু'শো রানের গণ্ডি পার করান। তিনি শতাধিক স্ট্রাইক রেটে ৪৬ রানের ইনিংস খেলেন। তাঁকে চার্লি অ্যান্ডারসন সঙ্গ দেন। ১৩ রান করেন তিনি। শেষ দুই উইকেটে ৬৬ রান যোগ করে অস্ট্রেলিয়া। ভারতীয় দলকে এই ম্যাচ জিততে চলে তাই ইতিহাস গড়তে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: টেস্টে বিশ্বের ১ নম্বর বোলার এখন বুমরা, কিন্তু একসময় শাস্ত্রীকে কী বলেছিলেন তারকা পেসার?