গল: বুধবার ব্যাট হাতে ১ রান করতেই টেস্ট ক্রিকেটে নতুন মাইলস্টোন স্পর্শ করেছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে নিজের ৩৫ তম টেস্ট শতরানও হাঁকিয়ে ফেললেন স্মিথ। আর তার সঙ্গে সঙ্গেই টেক্কা দিলেন বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন কিংবদন্তি ব্যাটারকে। ১৭৯ বলে নিজের ৩৫ তম শতরান পূরণ করেন চলতি সিরিজে কামিন্সের পরিবর্ত হিসেবে দলের নেতৃত্বভার সামলানো স্মিথ।

স্মিথ তাঁর ৩৫ তম শতরান পূরণ করার সঙ্গে সঙ্গে টেক্কা দিয়ে দিলেন টেস্ট ক্রিকেটের চার কিংবদন্তি ব্যাটারকে। তাঁরা হলেন সুনীল গাওস্কর, ব্রায়ান লারা, মাহেলা জয়বর্ধনে ও ইউনুস খান। প্রত্যেকেই ৩৪টি করে টেস্ট শতরান করেছিলেন তাঁদের কেরিয়ারে। স্মিথ তাঁদের আগে চলে গেলেন। আর একটি শতরান হাঁকালেনই রাহুল দ্রাবিড় ও জো রুটকে ছুঁয়ে ফেলবেন স্মিথ। দু জনেই টেস্টে ৩৬টি করে শতরান করেছেন। তার মধ্যে রুট ফ্যাব ফোরের অংশ। এই মুহূর্তে ফ্যাব ফোরের মধ্যে ইংল্য়ান্ড ব্যাটারই সবার আগে রয়েছেন টেস্টে শতরান হাঁকানোর নিরিখে। বাকি দুজনের মধ্যে কেন উইলিয়ামসনের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৩৩টি শতরান ও বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ২৯টি শতরান। 

গতকাল চতুর্থ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে এই নজির গড়েন স্মিথ। ইনিংসের ৩১ তম ওভারে এই নজির গড়েন স্মিথ। বিশ্বের ১৫ তম ব্য়াটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূরণ করেন। স্টিভ স্মিথ তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূরণ করেছিলেন। ব্রায়ান লারা ১৯৫ ইনিংসে দশ হাজার রান করেছিলেন। সচিন তেন্ডুলর ও কুমার সাঙ্গাকারা ১৯৫ ইনিংস সময় নিয়েছিলেন। রিকি পন্টিং ১৯৬ ইনিংস খেলেছিলেন।

 

অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফি ৩-১ ব্যবধানে জেতার সঙ্গে সঙ্গেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নিয়েছিল। ফলে ২ ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ বলা যেতেই পারে অজিদের জন্য রিহার্সাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে প্রথমে ব্য়াট করতে নেমে প্রথম দিনের শেষে অজিদের স্কোর ২ উইকেট হারিয়ে ৩৩০।