সিডনি: অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) রেকর্ডবুকে নাম লেখালেন। তাঁর নেতৃত্বে বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) দুর্দান্ত ছন্দে রয়েছে গোটা অজি শিবির। এই মুহূর্তে সিরিজেও এগিয়ে আছে ব্যাগি গ্রিনরা। এরমধ্যেই সিডনিতে নতুন রেকর্ড গড়লেন কামিন্স। ৩১ বছরের পেসার ৫০০ আন্তর্জাতিক উইকেট শিকারি হয়ে গেলেন। সিডনিতে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৮৫ রানে। নিজের ১৫.২ ওভারের স্পেলে ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন কামিন্স। ওয়াশিংটন সুন্দর ও জসপ্রীত বুমরাকে ফিরিয়ে দেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ২১৪টি ম্য়াচ খেলেছেন কামিন্স। তাতে তিনি ৫০০ উইকেট নিয়েছেন। গড় ২৪.৪৫। ইকনমি রেট ৩.৭৬। তাঁর থেকে ভাল গড় অজি বোলারদের মধ্যে শুধু রয়েছে গ্লেন ম্য়াকগ্রার। প্রাক্তন কিংবদন্তি অজি পেসার ৩৭৫ ম্য়াচে ৯৪৮ উইকেট নিয়েছেন। গড় ২১.৭৫। সপ্তম অজি বোলার হিসেবে এই নজির গড়েছেন কামিন্স। তাঁর আগে রয়েছেন শেন ওয়ার্ন (৯৯৯), ম্য়াকগ্রা (৯৪৮), ব্রেট লি (৭১৮), মিচেল স্টার্ক (৬৯৯), মিচেল জনসন (৫৯০) ও নাথান লিঁয় (৫৬৯)।
টেস্ট ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ৬৬ ম্য়াচে খেলতে নেমে মোট ২৮৯ উইকেট নিয়েছেন কামিন্স। ওয়ান ডে ফর্ম্য়াটে ৯০ ম্য়াচ খেলতে নেমে ১৪৩ উইকেট ঝুলিত রয়েছে অজি পেসারের। কুড়ির ফর্ম্য়াটে ৫৭ ম্য়াচে ঝুলিতে রয়েছে ৬৬ উইকেট।
চলতি টেস্ট সিরিজে এর আগেই নজির গড়েছিলেন কামিন্স। টেস্ট ক্রিকেটে ৬ নম্বর বার রোহিতের উইকেট নিলেন কামিন্স। একজন অধিনায়ক হিসেবে প্রতিপক্ষ দলের অধিনায়ককে সর্বাধিক আউট করার নজির এখন কামিন্সের দখলে। প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি সুনীল গাওস্কর পাঁচবার আউট হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খানের বলে। যা এতদিন তালিকায় শীর্ষে ছিল। এবার সেই তালিকায় শীর্ষে চলে গেলেন কামিন্স। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে পারথে খেলেননি হিটম্য়ান। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট রোহিতকে আউট করেছিলেন কামিন্স। তৃতীয় টেস্টে ব্রিসবেনেও হিটম্য়ানকে ফিরিয়েছেন কামিন্স। মেলবোর্নে দুটো ইনিংসেই অজি অধিনায়কের শিকার ভারত অধিনায়ক।
এদিকে, সিডনি টেস্টে প্রথম ইনিংসে ১৮৫ রানে অল আউট হয়ে যায় ভারত। পন্থ ৪০ রানের ইনিংস খেলেন। জাডেজা ২৬ ও বিরাট ১৭ রন করেন। লোয়ার অর্ডারে বুমরা ২২ রানের ক্যামিও ইনিংস খেলেন। অজি বোলারাদের মধ্য়ে বোল্যান্ড একাই ৪ উইকেট নেন।