সিডনি: বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম দিনই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল মাঠে। ফের যশপ্রীত বুমরার সঙ্গে লেগে গেল স্যাম কনস্টাসের। তার পরের বলেই অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাওয়াজাকে ফিরিয়ে দিয়ে শীতল চাহনিতেই যেন কনস্টাসকে জবাব দিলেন বুম বুম বুমরা।


ঠিক কী হয়েছিল? শুক্রবার ভারতের প্রথম ইনিংস ১৮৫ রানে শেষ হওয়ার পর দিনের শেষ লগ্নে তখন ব্যাট করকতে নেমেছে অস্ট্রেলিয়া। অজি দুই ওপেনার কনস্টাস ও খাওয়াজা। কনস্টাস কেরিয়ারের দ্বিতীয় টেস্টে নেমেছেন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাঁর অভিষেক হয়েছিল। সেই টেস্টের প্রথম ইনিংসে বুমরাকে আগ্রাসীভাবে খেলেছিলেন কনস্টাস। এক ওভারে জোড়া ছক্কা মেরে স্পর্শ করেছিলেন জো রুটের রেকর্ড। সেই ইনিংসের পর কনস্টাস বলেছিলেন, বুমরাকে আক্রমণ করাই ছিল তাঁর লক্ষ্য। সঙ্গে হুঁশিয়ারি দেন, যেখানেই পারবেন, বুমরাকে ওড়াবেন।


যদিও মেলবোর্নে দ্বিতীয় ইনিংসেই মোক্ষম জবাব দেন বুমরা। ফিরিয়ে দেন কনস্টাসকে। সব মিলিয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন বুমরা। চলতি সিরিজে শুক্রবার পর্যন্ত যিনি ৩১ উইকেট নিয়েছেন।


বুমরা বল করার সময় বাড়তি সময় নিচ্ছিলেন অস্ট্রেলীয় ব্যাটাররা। যা দেখে বিরক্তি প্রকাশ করেন বুমরা। কনস্টাস তখন ছিলেন নন স্ট্রাইকার প্রান্তে। তিনি বুমরাকে উদ্দেশ্য করে কিছু বলেন। তখনই পাল্টা তেড়ে যান বুমরা। বলেন, 'তোমার সমস্যাটা কী?' মাটের আম্পায়ার সঙ্গে সঙ্গে দুই ক্রিকেটারকে নিরস্ত করেন। পরের বলেই খাওয়াজাকে ফিরিয়ে যেন জবাব দেন বুমরা। যিনি এই টেস্টে ভারতের নেতৃত্বের দায়িত্বও সামলাচ্ছেন।


পরে সাংবাদিক বৈঠকে এসে ঋষভ পন্থ বলেন, 'আমি শুনিনি ওদের মধ্যে কী কথা হচ্ছিল। তবে অস্ট্রেলিয়া সম্ভবত কিছুটা সময় নষ্ট করার চেষ্টা করছিল। যাতে আর একটা ওভার ওদের খেলতে না হয়।'


আরও পড়ুন: বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক


বুমরা বনাম কনস্টাস বচসা দেখে বিরক্ত আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারদের অনেকে। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখা কনস্টাসের যে বুমরার মতো বিশ্ব মানের পেসারকে সম্মান দেওয়া উচিত। আকাশ বরং মুখিয়ে রয়েছেন, ভবিষ্যতে ভারত সফরে কনস্টাস কী করেন তার দিকে।


সোশ্যাল মিডিয়ায় আকাশ বলেছেন, কনস্টাসকে ভারতে আসতে দেওয়া হোক। তারপর বোঝা যাবে চ্যালেঞ্জের জন্য কতটা তৈরি অজি তরুণ।


আরও পড়ুন: মাঠে সাংঘাতিক ঘটনা! হাসপাতালে নিয়ে যাওয়া হল দুই ক্রিকেটারকে