মেলবোর্ন: ভারতীয় দলের বিরুদ্ধে ব্যাগি গ্রিনের হয়ে অভিষেক ঘটিয়েছিলেন ২০২১ সালে। তবে ওই শুরু ওই শেষ। আর কোনওদিন জাতীয় টেস্ট দলে সুযোগ পাননি তিনি। এবার ২৭ বছর বয়সে উইল পুকভস্কি (Will Pucovski) অবসরই নিয়ে নিলেন। সদ্যই তিনি নিজের এই সিদ্ধান্ত ঘোষণা করেন। বারংবার মাথায় আঘাতের জেরে কনকাশন এবং তাঁর থেকেই বাধ্য হয়েই ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন তরুণ অজ়ি ক্রিকেটার (Australian Cricket Team)।
গত বছর মার্চ মাসে শেফিল্ড শিল্ডের ম্যাচে শেষবার মাঠে নেমেছিলেন পুকভস্কি। সেই ম্যাচে তাসমানিয়ার বোলার রাইলি মেরিডিথের বল তাঁর হেলমেটে আছড়ে পড়ে। তারপর আর মাঠে নামতে পারেননি তিনি। এবার অগত্যা অবসরই নিতে হল পুকভস্কিকে। নিজের অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে অজ়ি ক্রিকেটার বলেন, 'আমি আর ক্রিকেট খেলব না। খুব সহজ ভাষায় বলতে গেলে এই বছরটা খুবই কঠিন কেটেছে। তাই সরল মেসেজ যে আমি আর কোনও ধরনের ক্রিকেটই খেলব না।'
তিনি নিজের সমস্যা জানিয়ে আরও যোগ করেন, 'ওই আঘাত লাগার দুই মাস আগেও আমি কার্যত কিছুই করতে পারছিলাম না। বাড়িতে হাঁটাচলা পর্যন্ত করতে অসুবিধা হচ্ছিল। আমার বাগদত্তাও ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। আমি খালি ঘুমোচ্ছিলাম। অনেক উপশমই রয়েছে যেগুলি কোনওভাবেই যাচ্ছিল না। তাই সেই কারণে বাধ্য হয়েই আমাকে এই সিদ্ধান্ত নিতে হল। প্রথম কয়েক মাসের অভিজ্ঞতা আর কী বলব। মানসিক স্বাস্থ্যের বিষয়টা তো রয়েইছে তার পাশাপাশি নিরন্তর আমার মাথাব্যথা করত। বাঁ-দিকের কোনও কিছুই বুঝতে সমস্যা হত।' পুকভস্কি জানান তিনি আরও ১৫ বছর খেলতে চান কিন্তু সেটা এই সব কারণে আর সম্ভব নয়।
মেজাজ হারালেন কোহলি
তাঁর নামের পাশে যতই রান লেখা থাকুক না কেন, বিরাট কোহলি যে কখনই আউট হতে পছন্দ করেন না, তা সর্বজনবিদিত। রানের এই খিদেই তো তাঁকে বিশ্বের সর্বকালের সেরাদের মধ্যে জায়গা করে দিয়েছে। সোমবারও দারুণ ছন্দেই দেখাচ্ছিল কোহলিকে। আটটি চার ও দুইটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। তবে হার্দিক পাণ্ড্যর বলে তাঁকে সাজঘরে ফিরতে হয়। আউট হয়ে কোহলি নিজের মেজাজ হারান। কোনওভাবেই নিজের আবেগকে বশ করতে পারেননি তিনি। পরিণামে সাজঘরে ফিরেই সজোরে ব্যাট আছড়ে মারেন কোহলি। ছুড়ে ফেলে দেন নিজের দস্তানাও। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।