নয়াদিল্লি: রবিবাসরীয় আমদাবাদে ভারতের বিশ্বজয়ের আশা নিয়ে লক্ষাধিক সমর্থক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। তবে তাঁদের হতাশই হতে হয়েছে। ভারতকে ছয় উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া (IND vs AUS) ষষ্ঠবার ৫০ ওভারের বিশ্বকাপ (ODI World Cup 2023) ঘরে তোলে। তবে বিশ্বজয়ের জন্য এবার ক্ষমা চাইলেন ডেভিড ওয়ার্নার (David Warner)।


অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ১৪০ কোটি ভারতীয়র হৃদয়ভঙ্গ করে বিশ্বখেতাব ঘরে তোলে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে এক নেটিজেন লেখেন যে, 'প্রিয় ডেভিড ওয়ার্নার, তুমি কোটি কোটি ভারতীয়র হৃদয়ভঙ্গ করছো।' সেই নেটিজেনের পোস্টের জবাব দিয়ে ওয়ার্নার ক্ষমা চেয়েই লেখেন, 'আমি ক্ষমাপ্রার্থী। দারুণ একটা ম্যাচ ছিল এবং মাঠের পরিবেশটাও দুর্দান্ত ছিল। ভারত দুর্দান্ত এক টুর্নামেন্টের আয়োজন করল। সকলকে অনেক ধন্যবাদ।'


ডেভিড ওয়ার্নার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে অন্যতম। তিনি আবার নিয়মিত আইপিএল খেলার সুবাদে ভারতীয়দেরও অত্যন্ত প্রিয়। সোশ্যাল মিডিয়ায়ও আবার অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ভীষণ সক্রিয়। ওয়ার্নার এবং তাঁর পরিবারকে প্রায়শই ভারতীয় সিনেমার গানে না না মজাদার রিল তৈরি করতে দেখা যায়। তিনি এর আগেও অনুরাগীদের না না পোস্ট, প্রশ্নের জবাব দিয়েছেন। তাই এই ঘটনায় কারুরই অবাক হওয়ার তেমন কিছুই থাকে না।


 






ওয়ার্নার বিশ্বকাপে নিজের পরিচিত পরিবেশে ধারাবাহিকভাবে পারফর্ম করেন। তিনি ১১ ম্যাচে মোট ৫৩৫ রান করেন, যা টুর্নামেন্টে ষষ্ঠ সর্বোচ্চ। দুরন্ত ব্যাটার হওয়ার পাশাপাশি ফিল্ডার হিসাবেও কিন্তু ওয়ার্নার অনবদ্য। তিনি আইসিসি ইমপ্যাক্ট রেটিংয়ে ৮২.৫৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। তিনি টুর্নামেন্টে ২৩ রানও বাঁচানোর পাশাপাশি আটটি ক্যাচও ধরেন। বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়ান ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে। বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করলে কিন্তু এই সিরিজ়ে খেলবেন না ওয়ার্নার। তাঁকে এই সিরিজ়ের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: ক্রিকেট বোর্ডের কার্যকলাপে সরকারের হস্তক্ষেপ, শ্রীলঙ্কা থেকে সরল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ