নয়াদিল্লি: মঙ্গলবার, ২১ নভেম্বর সকালেই টিম ইন্ডিয়া তথা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) সুখবর দেন। তারকা ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে বাগদানের কথা সকলকে জানান। শ্রুতি রঘুনাথনের (Shruti Raghunathan) সঙ্গে বাগদানপর্ব সারলেন বেঙ্কটেশ আইয়ার।


বেঙ্কটেশ নিজের বাগদানের কথা জানিয়ে লেখেন, 'আমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখলাম। বাগদান।' স্বাভাবিকভাবেই বেঙ্কটেশের এই ঘোষণার পর তাঁর জন্য শুভেচ্ছার ঢল নামে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁকে সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রী শুভেচ্ছা জানান। কেকেআরে তাঁর সঙ্গে খেলা শিবম মাভি, ভারতীয় দলের সতীর্থ যুজবেন্দ্র চাহালরাও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা আসে কেকেআরের তরফেও।





 


বেঙ্কটেশের বাগদত্তা শ্রুতির বিষয়ে খুব বেশি কারুরই জানা নেই। তবে খবর অনুযায়ী পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সাইন্স থেকে তিনি বিকম করেছেন। ফ্যাশন ম্যানেজমেন্টে মাস্টার্সও করা রয়েছ শ্রুতির। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে এক বেসরকারি সংস্থায় মার্চেন্ডাইজ় প্ল্যানার হিসাবে চাকরি করেন।


অপরদিকে, বেঙ্কটেশ আইয়ার আপাতত বেশ কয়েকদিন জাতীয় দলের বাইরে রয়েছেন। গত বছরের ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বেঙ্কটেশ। সেটি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়োজিত একটি টি-টোয়েন্টি ম্যাচ। তারপর ভারতীয় দলে ফেরার লড়াই চালাচ্ছেন বেঙ্কটেশ। কিছুদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি সমাপ্ত হয়েছে। সেই টুর্নামেন্টে মধ্যপ্রদেশের হয়ে বেঙ্কটেশ পাঁচ ম্যাচে ১২২ রান করেন। শেষ তিন ইনিংসে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ৪৩, ২৯ ও ৩৫ রান।   


বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ


বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায়। নিজের বক্তব্যের একেবারে শেষ লগ্নে সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর আগে শাহরুখ খানকে ২০১২ সালে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল। দেবকে এর আগে বাংলার পর্যটন অ্যাম্বাসাডর করা হয়। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় পেলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার দায়িত্ব। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: ফাইনালে ভারতের হারের পর অজ়ি ক্রিকেটারদের পরিবারকে ট্রোল! সমর্থকদের কড়া জবাব হরভজনের