মেলবোর্ন: বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতীয় দলের সামনে সবচেয়ে বড় বাধা তিনি। একের পর এক টেস্টে ভারতীয় বোলারদের সামনে রীতিমত ত্রাস হয়ে উঠেছেন তিনি। কিন্তু সেই ট্রাভিস হেডকেই এবার মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার অনুশীলনে দেখা গেল না। তাহলে কি চোট পেয়েছেন। নাকি কুঁচকির চোট গুরুতর হয়ে উঠেছে অজি তারকার। সিডনির সংবাদমাধ্যম মর্নিং হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী হেড অনুশীলনে অনুপস্থিত ছিলেন। গত বুধবার ব্রিসবেন টেস্টের সময় শেষদিনে মাঠে নামেননি হেড। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন যে চোট ততটা গুরুতর নয়।


সূত্রের খবর, সোমবার অর্থাৎ ২৩ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য ঐচ্ছিক অনুশীলন। আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার অস্ট্রেলিয়ার মূল অনুশীলন রয়েছে। ফলে হেডকে ফিটনেস রিপোর্টের মাধ্যমে সুস্থতার প্রমাণ দিয়েই মাঠে নামতে হবে। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বারবার জ্বলে উঠেছেন হেড। তিনটি টেস্টে ইতিমধ্যেই ৪০৯ রান করে ফেলেছেন দুটো শতরানের মাধ্যমে। গড় ৮১.৮০। অ্য়াডিলেড টেস্টে ১৪০ রানের ইনিংসের পর ব্রিসবেন টেস্টে ১৫২ রান। মেলবাের্ন টেস্টের আগে হেডের অনুশীলনে অনুপস্থিতির খবর কিন্তু ভারতীয় বোলারদের মুখে হাসি ফোটাতে পারে। 


উল্লেখ্য, কিছুদিন আগেই নেটে ব্যাটিং করার সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। বরফ বেঁধে বসে বিশ্রাম নিতে দেখা গিয়েছে এরপর রোহিতকে। ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিষ্ট হিসেবে কাজ করছেন বাংলার দয়ানন্দ গরানী। তাঁর ছোড়া বলেই ব্যাটিং অনুশীলন করছিলেন হিটম্যান। কিন্তু একটি বল আচমকা মিস করে যান রোহিত। বল এসে লাগে বাঁ হাঁটুতে। এরপর কয়েকটি বল খেলার পরই অস্বস্তি অনুভব করতে থাকেন ভারত অধিনায়ক। তাঁকে পরে আর নেটে নামতে দেখা যায়নি। এখনও পর্যন্ত চারদিন বাকি রয়েছে মেলবোর্ন টেস্ট শুরু হতে। এই পরিস্থিতিতে টিম ম্য়ানেজমেন্টের কাছে সুযোগ থাকছে আরও কিছুদিন অপেক্ষা করার। সেক্ষেত্রে রোহিতের কাছেও সময় থাকছে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার। যদি একান্তই রোহিত না খেলতে পারেন তবে কিন্তু বুমরার নেতৃত্বেই ফের মাঠে নামবে ভারত। অন্যদিকে বাংলার তরুণ ওপেনার অভিমন্যু ঈশ্বরণের জন্য খুলে যেতে পারে জাতীয় দলের দরজা।


পরে অবশ্য আকাশদীপ এসছিলেন সাংবাদিক বৈঠকে। সেখানে এসে তিনি বলেন রোহিতের চোট অত গুরুতর নয়। এদিকে রোহিত শর্মা যদি খেলেন তবে তাঁকে ওপেনিংয়ে ফিরে আশার পরামর্শ দিয়েছেন প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা।