করাচি: সেই দীর্ঘ রান আপ, দৌড়ে আসছেন বিধ্বংসী গতিতে। লম্বা লম্বা চুলগুলো উড়ছে। বোলিং এন্ডের সামনে এসে হাত থেকে গোলার মত বল বেরিয়ে সোনা নিঁখুত ইয়র্কারে ভেঙে দিচ্ছে ব্য়াটারদের স্টাম্প। ছবিটা মনে করায় পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারকে। একসময়ে বিশ্ব ক্রিকেটে নামকড়া সব ব্য়াটারদের কাছেও শোয়েব ছিলেন ত্রাস। এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে দ্রুততম বল করার নজিরও তাঁর দখলেই। এবার কি ফের ক্রিকেটে ফিরছেন প্রাক্তন পাক পেসার? সম্প্রতি পিএসএলে একটি ক্লিপিংস ভাইরাল হয়েছে। যা দেখার পর অনেকেই মনে করছেন শোয়েব ফের হয়ত ২২ গজে ফিরেছেন। কারণ যিনি বল করছেন তিনি তো প্রায় অবিকল শোয়েবই..
আসলে একটু ভাল করে দেখলেই বোঝা যাবে এই মানুষটি শোয়েব আখতার নন। কিন্তু তাঁর রান আপ, তাঁর বল রিলিজ করার মুহূর্ত, তাঁর গতি সবকিছুই একেবারে শোয়েবের মতই। দেখলেই চমকে উঠবেন আপনিও। ইনি ওমানের ৩০ বছর বয়সি পেসার মুহম্মদ ইমরান। পিএসএলের সঙ্গে বিশ্বজুডে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এই ডানহাতি পেসার। কিন্তু এই ইমরানের গল্প কিন্তু সত্যিই অনুপ্রেরণামূলক।
সালটা ২০১২। শোয়েবের বয়স তখন ১৮। হঠাৎ ডিসম্বরের এক সন্ধ্যায় নিজের গ্রাম ছেড়ে বেরিয়ে গেলেন। কাউকে কিচ্ছু জানাননি তিনি। ট্রাকে করে ১০০০ কিমি পেরিয়ে করাচি পৌঁছন মুহম্মদ। ক্রিকেটের এক ট্রায়ালে অংশ নিতে চেয়েছিলেন, তাই কাউকে না জানিয়েই গ্রাম ছেড়ে চলে আসেন মুহম্মদ। তাঁর বাবা চাননি ছেলে ক্রিকেটার হোক। তিনি চেয়েছিলেন ছেলেকে পাকিস্তান আর্মিতে দেখতে। কিন্তু ইমরানের মাথায় তখন ক্রিকেটের ভূত। স্বপ্নপূরণের নেশায় বাড়ি ছেড়ে বেরনোটাই জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল তরুণ পেসারের। ওমানে এসে অবশ্য শুরুতে জীবিকা হিসেবে সিসিটিভ মেরামতের কাজ করতেন। সঙ্গে ক্রিকেটও খেলতেন পার্ট টাইম হিসেবে।
ওমান টি-টেন লিগে দেখা গিয়েছে ইমরানকে। সেখানে চলতি মরশুমে ২৫ উইকেট নিয়েছিলেন। দেশের জার্সিতেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। জুনিয়র শোয়েব নামেই পরিচিত মুহম্মদ ইমরান। তাঁর ভিডিও ক্লিপ ভাইরাল হতেই অনেকেই সোশ্য়াল মিডিয়ায় আর্জি জানিয়েছেন যে ইমরানকে যেন আইপিএলের মঞ্চেও দেখা যায়।