মুম্বই: বয়স মাত্র ১৭ বছর ১৬৮ দিন । ১১৭ বলে ১৮১ রান করে হইচই ফেলে দিলেন মুম্বইয়ের ক্রিকেটার আয়ূষ মাত্রে (Ayush Mhatre) । ১১ ছক্কা আর ১৫টি চারে সাজানো যে ইনিংস । আয়ূষের ব্যাটে হল বিশ্বরেকর্ড । ভেঙে গেল যশস্বী জয়সওয়ালের ৫ বছর পুরনো কীর্তি ।
পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসাবে দেড়শোর বেশি রানের ইনিংস খেললেন আয়ূষ। মঙ্গলবার নাগাল্যান্ডের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে । ২০১৯ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচেই ১৭ বছর ২৯১ দিন বয়সে দেড়শোর বেশি রানের ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। সেই রেকর্ড ভেঙে দিলেন আয়ূষ ।
চলতি বছরেই মুম্বইয়ের হয়ে অভিষেক ঘটিয়েছেন আয়ূষ। তাঁর ব্যাটের দাপটে মঙ্গলবার ৫০ ওভারে ৪০৩/৭ তোলে মুম্বই ।
মুম্বইয়ের ভিরারের ক্রিকেটার আয়ূষ । চলতি বছর অভিষেক হওয়ায় পর থেকে সব ফর্ম্যাটেই মুম্বই ক্রিকেট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি । ইরানি ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন । রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে ৭১ বলে ৫২ রান করেন । এরপর মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ২৩২ বলে ১৭৬ রানের ইনিংস খেলে সকলের নজর কেড়ে নেন। সার্ভিসেসের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরি করেন। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন আয়ূষ। সেখানেও জোড়া হাফসেঞ্চুরি করেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে তিনি ব্যাট হাতে বড় রান করতে পারেননি। ম্যাচ হেরে যায় ভারত।
বিজয় হাজারে ট্রফিতে ফের সাফল্যের সরণিতে ফিরে এসেছেন। কর্নাটকের বিরুদ্ধে ঝোড়ো ৭৮ রান তোলেন। আরও বড় রেকর্ড হল মঙ্গলবার। যশস্বীকে সিংহাসনচ্যুত করলেন আয়ূষ।
রান তাড়া করতে নেমে ২১৪/৯ স্কোরে আটকে যায় নাগাল্যান্ড। ১৮৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে মুম্বই।
আরও পড়ুন: প্রদীপ্ত-সায়নের দুরন্ত লড়াইয়ে বিজয় হাজারে ট্রফিতে রুদ্ধশ্বাস ম্যাচে কেরলকে হারাল বাংলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।