ইসলামাবাদ: ঘরের মাঠে পরপর দুই সিরিজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পরেই পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজাকে ছেঁটে ফেলা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান টেস্ট সিরিজ ড্র করলেও, বাবর আজমের (Babar Azam) অধিনায়কত্ব সমালোচিত হয়েছে। একাধিক সূত্রের খবর অনুযায়ী এবার বাবর আজমকে পাকিস্তানের অধিনায়ক পদ থেকে সরিয়ে ফেলা হতে পারে।
পাকিস্তান বোর্ডের তরফে ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে ভিন্ন অধিনায়ককে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে। এমনকী খবর অনুযায়ী পাক বোর্ড বর্তমানে দলের কোচিংয়ের দায়িত্বে থাকা সাকলিন মুস্তাক ও শন টেটেরও চুক্তি বাড়াতে আগ্রহী নয়। সাকলিনের বদলে কোনও বিদেশি কোচের হাতে পাকিস্তান দলের দায়িত্ব যেতে পারে বলেই খবর। সদ্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শাদাব খানের বদলে শান মাসুদকে (Shan Masood) পাকিস্তান দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের মধ্যেই পাকিস্তান বোর্ডের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। শোনা যাচ্ছে শান মাসুদকে লাল বলে পাকিস্তান দলের অধিনায়ক করা হতে পারে বলে জল্পনা। প্রাক্তন অধিনায়ক সরফরাজ খানও সম্প্রতি দুর্দান্তভাবে টেস্ট প্রত্যাবর্তনে শতরান হাঁকিয়েছেন। তাঁকেও পুনরায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। প্রসঙ্গত, বাবর আজমের অধিনায়কত্বে পাকিস্তান দল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও তার আগের বছর সেমিফাইনালে পৌঁছেছিল বটে, তবে খেতাব জিততে পারেনি।
রশিদের হুঁশিয়ারি
অস্ট্রেলিয়াকে চরম হুঁশিয়ারি দিলেন রশিদ খান (Rashid Khan)। জানালেন, বিগ ব্যাশ লিগে (BBL) তাঁকে আর না-ও দেখা যেতে পারে। কিন্তু কেন? কারণ, মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার (Australia vs Afghanistan)। কিন্তু সেই সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারই অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে যে, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে না তারা। এবার অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় আক্রমণ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অজি বোর্ডের সিদ্ধান্তকে 'মর্মান্তিক' বলেও বর্ণনা করা হল।
আর আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'আমি শুনে সত্যিই হতাশ হলাম যে মার্চ মাসে অস্ট্রেলিয়া আমাদের বিরুদ্ধে সিরিজ খেলবে না। আমি গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করি আর আমরা বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত হয়েছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত আমাদের উন্নতিতে ধাক্কা। যদি আফগানিস্তানের সঙ্গে খেলা অস্ট্রেলিয়ার কাছে এতই অস্বস্তিকর হরয় তাহলে আমি বিগ ব্যাশ লিগে খেলে কারও অস্বস্তি বাড়াতে চাই না। তাই ভবিষ্যতে আমার বিবিএল খেলার ব্যাপারটা গুরুত্বের সঙ্গে ভেবে দেখব'।
আরও পড়ুন: ইডেনে সিরিজ জিতল ভারত, সাজঘরের সামনে নেচে দর্শকদের মন জিতলেন বিরাটরা