ইসলামাবাদ: গোটা বিশ্বে পরিসংখ্যানের বিচারে ফুটবলের পরেই জনপ্রিয়তম খেলা হল ক্রিকেট। তাই স্বাভাবিকভাবেই গোটা বিশ্বজুড়ে ক্রিকেটারদের খ্যাতি রয়েছে। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকররা তো গ্লোবাল আইকন। তবে তাঁদের পাশাপাশি আরেক তরুণ ক্রিকেটারের জনপ্রিয়তাও হু হু করে বাড়ছে। তিনি শুভমন গিল (Shubman Gill)। সচিন, বিরাটদের পিছনে ফেলে ২০২৩ সালে ভারতে গুগলে সবথেকে বেশি খোঁজা ক্রিকেটারদের তালিকায় একে গিল।
বিস্ময়কর বিষয় হল শুধু ভারতে নন, পাকিস্তানেও তালিকায় একে গিল। আবক কাণ্ড হল প্রথম ১০ জনের মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam) নেই। অথচ বাবর না থাকলেও, পাকিস্তানে সবথেকে খোঁজা ব্যক্তিত্বদের ১০ জনের মধ্যে কিন্তু পাঁচজনই ক্রিকেটার। এই তালিকায় হাসিবুল্লাহ খান, আব্দুল্লা শফিক এবং সদ শাকিল, তিনজন পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন। গিল বাদে তালিকায় থাকা আরেকজন ক্রিকেটার হলেন অজ়ি তারকা গ্লেন ম্যাক্সওয়েল।
তবে গুগলে গত ২৫ বছর ধরে যে ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে, সেই ক্রিকেটারের নাম বিরাট কোহলি।কিংবদন্তি ব্যাটার সচিন তেণ্ডুলকর, বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনি ও কপিল দেবকে এক্ষেত্রে পেছনে ফেলে দিয়েছেন তিনি।
তবে, ক্রিকেটারদের তালিকায় শীর্ষে থাকলেও, Most Searched অ্যাথলিটের তালিকায় ওই স্থানে নেই বিরাট। ওই জায়গা দখল করে নিয়েছেন বিশ্বের অন্যতম এক আইকন। কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বছর ৩৮-এর পর্তুগিজ এই সুপারস্টার এই মুহূর্তে সৌদির ফুটবল ক্লাব অল নাসরের হয়ে প্রতিনিধিত্ব করছেন।
এদিকে ২০২৩ সালে ভারতে 'Most Googled People' এর তালিকায় একেবারে প্রথমে রয়েছেন কিয়ারা আডবাণী। তাঁর স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই তালিকায় রয়েছেন ষষ্ঠ স্থানে। গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেন এই যুগল। এক বিবৃতিতে গুগলের তরফে জানানো হয়, 'ভারতে ট্রেন্ডিং মানুষের তালিকায় সামনে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। এমনকী বিশ্বজুড়ে ট্রেন্ড করা অভিনেতাদের তালিকাতেও তিনি জায়গা করে নিয়েছেন।'
কিয়ারার পরেই ভারতে সবথেকে বেশি গুগল করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার শুভমন গিলকে নিয়ে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ড ক্রিকেটার রাচিন রবীন্দ্র। এই তালিকায় আর রয়েছেন- মহম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যকুমার যাদব ও ট্রাভিস হেড।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: