ঢাকা: কাল, বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ (BAN vs IND 2nd Test)। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচেও চোট না সারায় খেলতে পারবেন না। তাই রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুলেরই (KL Rahul) টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করার কথা। তবে ম্যাচ শুরুর আগেরদিনই চাপ বাড়ল ভারতীয় দলের। অনুশীলনের সময় হাতে চোট পেলেন কেএল রাহুল।


রাহুলের চোটের আপডেট


অনুশীলনে রাহুলের বিরুদ্ধে বিক্রম রাঠৌরের (Vikram Rathour) থ্রো ডাউন দিচ্ছিলেন। তখনই একটি বল তাঁর হাতে লাগে। সঙ্গে সঙ্গেই ভারতীয় দলের মেডিক্যাল টিম রাহুলের চোট লাগা জায়গা পরীক্ষা করে তার চিকিৎসা শুরু করেন। ম্যাচের ঠিক আগেরদিনই রাহুলের হাতে চোট লাগায় তাঁর দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে রাহুলের চোট খুব একটা গুরুতর নয় বলেই জানান রাঠৌর। ভারতের ব্যাটিং কোচ সাংবাদিক সম্মেলেন বলেন, '(রাহুলের) চোট খুব একটা গুরুতর নয় বলেই মনে হচ্ছে। ও ঠিকই আছে। ডাক্তাররা ওর চোটের দিকে নজর রাখছে বটে। তবে তেমন ও সুস্থ হয়ে যাবে বলেই মনে হচ্ছে।'


দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট জিততে বা ড্র করতে পারলেই সিরিজ জিতে নেবে ভারতীয় দল। প্রথম টেস্টে দুরন্ত জয়ের পর দ্বিতীয় টেস্টেও দল ভালই পারফর্ম করবে, আশাবাদী রাঠৌর। 'গত ম্যাচে আমরা যেভাবে ব্যাট, বল করেছি, তারপর আসন্ন টেস্ট ম্যাচে আমরা ভাল পারফর্ম করব বলেই আমরা আত্মবিশ্বাসী।'


ব্র্যাডম্যানকে পিছনে ফেলার হাতছানি


২০১০ সালে ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। তারপর দীর্ঘ ১২ বছর ধরে জাতীয় দলের হয়ে একের পর এক ম্যাচ জিতিয়েছেন পূজারা। মাঝে বেশ কিছুটা সময় ফর্মে না থাকলেও, বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) প্রথম টেস্টে দুরন্ত শতরান করেছেন ভারতের তারকা ব্যাটার। জয় পেয়েছে ভারতীয় দলও। দ্বিতীয় টেস্টে পূজারার সামনে এক ডন ব্র্যাডম্য়ানের (Don Bradman) রেকর্ড ভাঙার হাতছানি।


বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আর মাত্র ১৩ রান করলেই ব্র্যাডম্যানকে পিছনে ফেলে দেবেন পূজারা। ভারতীয় তারকা এখনও পর্যন্ত ৯৭টি টেস্টে ৪৪.৭৬ গড়ে মোট ৬৯৮৪ রান করেছেন। ব্র্যাডম্যান সেখানে ৫২ টেস্টে ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান করেছিলেন। পূজারা ১৩ রান করলেই ব্র্যাডম্যানের মোট টেস্ট রানসংখ্যা পার র করে ফেলবেন। প্রসঙ্গত, লাল বলের ক্রিকেটে পূজারা টিম ইন্ডিয়ার হয়ে অষ্টম সর্বাধিক রান করেছেন। তালিকার শীর্ষে অবশ্যই সচিন তেন্ডুলকর।


আরও পড়ুন: কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং অক্ষরের, ১৯ ধাপ এগােলেন কুলদীপ