লাহোর: ১৪ মাস আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন রামিজ রাজা (Ramiz Raja)। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাকিস্তান দল (Pakistan Cricket Team) ৩-০ হোয়াইটওয়াশ হওয়ার পরেই চাকরি যাচ্ছে রামিজের। খবর অনুযায়ী, বুধবারই (২১ ডিসেম্বর) পিসিবির চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজাকে বরখাস্ত করা হয়েছে। 


গত বছরের সেপ্টেম্বর মাসে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রামিজ। তারপর থেকে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন তিনি। রামিজের সময়কালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলি পাকিস্তান সফরে যায়। রামিজের সময়কালেই পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছেছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দলের সিরিজ হারের পরেই চাকরি হারাচ্ছেন রামিজ। প্রসঙ্গত, পাকিস্তান সরকার দেশের ক্রিকেট বোর্ডকে সরাসরি নিয়ন্ত্রণ করে।


পিসিবির তরফে দেশের প্রধানমন্ত্রীকেই ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের জন্য প্রার্থী মনোনয়নের সুযোগ দেওয়া হয়। প্রধামন্ত্রীর মনোনীত প্রার্থীদের মধ্যেই একজনকে চেয়ারম্যান নিয়োগ করা হয়। খবর অনুযায়ী, পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শেরিফের সম্মতি নিয়েই রামিজ রাজা পরবর্তী পিসিবি চেয়ারম্যান হতে চলেছেন নাজম শেঠি। শোনা যাচ্ছে পিসিবির একাংশ রামিজ রাজার কাজের ধরন নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না এবং অনেকেই ঘরের মাঠে পরপর দুই টেস্ট সিরিজ হারাটাও (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিরুদ্ধে) মেনে নিতে পারেননি। এর ফলেই রামিজের চাকরি গেল।


আইসল্যান্ডের খোঁচা


ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs PAK) নিজেদের ঘরের মাঠে তিন ম্যাচের টেস্টে সিরিজে কার্যত দাঁড়াতেই পাকিস্তান ক্রিকেট দল। বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের আগ্রাসী ব্যাটিংয়ের বিরুদ্ধে কার্যত অসহায় আত্মসমর্পন করেছেন বাবর বাহিনী। তিন টেস্টের তিনটিতেই পরাজিত হয় পাকিস্তান। ঘরের মাঠে এমন ভরাডুবির পরে পাকিস্তান খোঁচা দিচে ছাড়ল না আইসল্যান্ড ক্রিকেট দলও (Iceland Cricket Team)।


নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাকিস্তানকে খোঁচা দিয়ে আইসল্যান্ড ক্রিকেটর তরফে লেখা হয়, 'পাকিস্তান ক্রিকেটের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা। আমরা খুশি খুশি পাকিস্তান সফরে এসে ৩-০ হারতে রাজি। আমাদেরকে একেবারে পর্যুদস্ত করলেও কোনও সমস্যা নেই। ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই আপনাদের উদ্দেশে আমাদের এই বার্তা। আমরা ৭ রান প্রতি ওভারেও ব্যাট করব না, বরং ০.৭ রান প্রতি ওভারে খেলব।


আরও পড়ুন: মেসির জার্সি পরে অনুশীলনে শাকিব, ক্রিকেট ছেড়ে মাতলেন ফুটবলে