ঢাকা: শ্রেয়স আইয়ারের চোট যেমন চিন্তায় ফেলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। তেমনই বুধবার ২ ক্রিকেটারের পারফরম্যান্স কিছুটা স্বস্তিও দেবে রানার দলকে। কেকেআরে এবার খেলতে দেখা যাবে লিটন দাস ও শাকিব আল হাসানকে। ২ জনেই বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন। যা শেষ হলেই কেকেআর শিবিরে যোগ দেবেন তাঁরা। আর সেই সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন ওপেনার লিটন দাস।
বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানান আয়ারল্যান্ড অধিনায়ক। কিন্তু আবহাওয়ার কোনও সুবিধেই তুলতে পারেননি আইরিশ বোলাররা। প্রথম থেকেই মারমুখি মেজাজে ব্য়াটিং শুরু করেন লিটন ও তাঁর ওপেনিং পার্টনার রনি। লিটন মাত্র ১৮ বলে তাঁর অর্ধশতরান পূরণ করেন। ভেঙে দেন বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে দ্রুততম অর্ধশতরান করা আশরাফুলের রেকর্ড। রনি যদিও ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। লিটন ৪১ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। অধিনায়ক শাকিব আল হাসান ২৪ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। মূলত এই ২ জনের ব্যাটিং বিক্রমেই নির্ধারিত ১৭ ওভারে ২০২ রান বোর্ডে তুলে নেয় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। বল হাতে ৫ উইকেট তুলে নেন শাকিব। তিনি নিজের ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করেন। তাসকিন আহমেদও যোগ্য সঙ্গ দেন অধিনায়ককে। তিনি ৪ ওভারে ২৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রানই তুলতে পারেন আইরিশরা।
উল্লেখ্য, এবারই প্রথমবার আইপিএলে খেলতে নামবেন লিটন দাস। কেকেআরে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত লিটন। বাংলাদেশ থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে বলেছিলেন, 'দারুণ অনুভূতি। আইপিএলে সুযোগ পাওয়া সহজ নয়। আমি সৌভাগ্যবান যে, সেই সুযোগ পেয়েছি। বাংলাদেশের সবাই আইপিএল খেলার সুযোগ পায়নি। কলকাতার দলে সুযোগ পেয়ে আলাদা অনুভূতি তো হচ্ছেই। দেশের বাইরে আছি মনেই হবে না।'
নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত ছিলেন। পরে তাঁকে কেনে কেকেআর। ৫০ লক্ষ টাকার ন্যূনতম মূল্যে। প্রথম রাউন্ডের পর স্নায়ুর চাপে ভুগছিলেন? লিটন বলছেন, ''আমাদের টেস্ট ম্যাচ চলছিল। তাই নিলামের খবর আমার কাছে ছিল না। শুনেছিলাম প্রথম রাউন্ডে দল পাইনি। ব্যস ওই পর্যন্তই। পরে এজেন্ট জানাল যে, কেকেআর নিয়েছে। ভাল খবর। খুব খুশি হয়েছিলাম।''