চট্টগ্রাম: বাউন্ডারি লাইনের দিকে এগিয়ে যাচ্ছে বল। আর সেই বল ধরতে তার পিছু নিয়েছেন পাঁচ ফিল্ডার। বিষয়টা হাস্যকর, বিষয়টা বোকা বোকা। কিন্তু এমনই কাণ্ড ঘটেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (Bangladesh vs Srilanka Test) চট্টগ্রাম টেস্টে। যেখানে স্লিপ কর্ডন দিয়ে বেরনো একটি বল বাউন্ডারি থেকে বাঁচাতে পাঁচ ফিল্ডার মিলে দৌড়ােলেন পিছনে। ভিডিও ক্লিপ ভাইরাল হতেই সোশ্য়াল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ল। অনেকেই বিখ্যাত হিন্ডি ছবি লাগানের একটি দৃশ্যের সঙ্গেও তুলনা টেনে বাংলাদেশের ক্রিকেটারদের ট্রোল করলেন। 


ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনে যখন জয়সূর্য ব্যাট করছিলেন। শ্রীলঙ্কার ইনিংসের ২১ তম ওভারে হাসান মাহমুদের বলে স্লিপ কর্ডনে শট খেলেন। সেই সময়ই সেই বলটি ধরতে দৌড়োন স্লিপ, গালি, শর্ট ফাইন লেগ থেকে সব ফিল্ডাররাই। যা দেখেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়। এছাড়াও শুধু এই ঘটনাই নয়। ক্যাচ ধরতে গিয়েও নাকানিচোবানি খেতে হয়েছিল এই টেস্টে বাংলাদেশের ফিল্ডারদের। 


 






উল্লেখ্য, শ্রীলঙ্কা দল টেস্টে ৪৫৫ রানের লিড নিয়েছিল চট্টগ্রাম টেস্টে। প্রথমে ব্য়াট করতে নেমে ৫৩১ রান বোর্ডে তুলে নিয়েছিল শ্রীলঙ্কা শিবির। সেখান থেকে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৭৮ রানের অল আউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা শিবির ৭ উইখেট হারিয়ে ১৫৭ রান বাের্ডে তুলতেই লঙ্কা অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দেন। জবাবে রান তাড়়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৯৫ রান তুলে নিয়েছে বাংলাদেশ। এখনো ৩১৬ রান প্রয়োজন ম্য়াচ জিততে। 


এদিকে, ভারতের রেকর্ড ভেঙে দিল শ্রীলঙ্কা দল। কোনও সেঞ্চুরি ছাড়াই এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রান তুলল লঙ্কা বাহিনী। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টের প্রথম ইনিংসে ভারত ৯ উইকেটে ৫২৪ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। সেই ইনিংসে ভারতের হয়ে হাফ-সেঞ্চুরি করেন ৬ জন ব্যাটার। তবে সেঞ্চুরি করতে পারেননি কেউ। শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে দীনেশ চাণ্ডিমল, নিশান মাদুষ্কা, দ্বিমূথ করুণারত্নে ও কুশল মেন্ডিস অর্ধশতরান হাঁকালেও কেউ সেঞ্চুরি করতে পারেননি।