মুম্বই: একটা সময় তিনি নাকি দলের বোঝা ছিলেন। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শিবিরে প্রতি মরশুমে মাঠে নামতেন। আর প্রতি মরশুমেই খারাপ পারফরম্য়ান্স। কিন্তু চলতি বছরটা রিয়ান পরাগের জন্য সত্যিই দুর্দান্ত একটা মরশুম চলছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্স করেছেন। আর এবার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে তিনটি ম্য়াচে ব্যাট করতে নেমে তিন ম্য়াচেই রান পেলেন। অরেঞ্জ ক্যাপও এই মুহূর্তে তাঁরই ঝুলিতে। গতকালও ৩৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রিয়ান। আর তাঁর ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ রাজস্থান রয়্যালসের সহকারী কোচ শেন বন্ড। বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটারের সঙ্গেও তুলনা করলেন রিয়ানকে। 


গতকাল ম্য়াচের পর বন্ড বলেন, ''রিয়ানের ব্যাটিং আমাকে সূর্যকুমারের কথা মনে করিয়ে দেয় মাঝে মাঝে। এমনই ধরণের ব্যাটিং করত সূর্য। মুম্বই শিবিরে যোগ দিয়েছিল ও। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক আঙিনাতেও নিজের ছাপ রাখে। রিয়ানের প্রতিভা রয়েছে। দারুণ শট খেলে। এখন সবে মাত্র ওর ২২ বছর বয়স। আরও অনেকটা সময় তো পরেই রয়েছ।''


 






রিয়ান তাঁর ৩৯ বলে ৫৪ রানের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। বন্ড বলেন, ''রিয়ান অত্যন্ত পরিণত একজন ক্রিকেটার। কোনও দল যখন জয়ের সরণিতে থাকে, তখন অন্য  কোনও বাইরের নেতিবাচক বিষয়ে মাথা ঘামানো উচিত নয়। আমাদের একটাই লক্ষ্য থাকবে যে প্রতিটি ম্য়াচ জেতা।''


চলতি আইপিএলে ৩ ম্যাচে ১৮১ রান করেছেন রাজস্থান রয়্যালসের তরুণ। রিয়ানই এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের মালিক। তিনি বিরাটের থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন। ৩ ম্যাচে ১৮১ রান রয়েছে কোহলিরও। তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করেছেন বিরাট। অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। ৩ ম্যাচে দুটি হাফসেঞ্চুরি সহ ১৬৭ রান করেছেন প্রোটিয়া তারকা। ৩ ম্যাচে ১৩৭ রান করে তালিকায় চারে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন। ৩ ম্যাচে ১৩০ রান করে দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার রয়েছেন তালিকার পাঁচে।


আজ আরসিবি মুখোমুখি হবে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। আজ ফের বিরাট কোহলি নামবেন মাঠে। সুযোগ থাকছে তাঁর সামনে ফের অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেওয়ার।